প্রথমে ফেল করলেও পুনর্নিরীক্ষণে পাস করেছে ৬৪ জন শিক্ষার্থী।
এসএসসি পুনর্নিরীক্ষণ: চট্টগ্রাম বোর্ডে ৬৫ জন পেল জিপিএ-৫

- আপডেট সময় ১১:৪২:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পাল্টেছে এক হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর, সেখানে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে ফেল করলেও পুনর্নিরীক্ষণে পাস করেছে ৬৪ জন শিক্ষার্থী।
পাশাপাশি ৬৬৪ জনের জিপিএ পরিবর্তন হয়েছে এবং ১ হাজার ৭৪২ জনের পরীক্ষার নম্বর বাড়লেও জিপিএ পরিবর্তন হয়নি, বলেন তিনি।
১০ জুলাই সারা দেশে এক যোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এবছর মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৮১ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। জিপিএ-৫ পায় ১১ হাজার ৮৪৩ জন। ফল পুনর্নিরীক্ষায় নতুন করে আরও ৬৫ জন জিপিএ-৫ পাওয়ায় এ সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৯০৮।
গত বছর পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছিল এ বছরের চেয়ে কম, ১০ হাজার ৮২৩ জন।
এবার ফল নিয়ে যাদের আপত্তি আছে, তাদের ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।
শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ৭৮ হাজার ১৯২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী আবেদন করেছিল।
খাতা পুনর্নিরীক্ষণের সময় শিক্ষা বোর্ডগুলো নতুন করে খাতা মূল্যায়ন করে না, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কেবল যোগ করে দেখা হয়।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম