০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
শুধু ফ্রিল্যান্সার নয়, স্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগেও সাহায্য করবে আপওয়ার্ক। আয়ের ক্ষেত্র আরও বড় করার পথে এগোচ্ছে কোম্পানিটি।

ফ্রিল্যান্সার ছাড়িয়ে এবার কর্পোরেট কর্মী নিয়োগে মনোযোগ আপওয়ার্কের

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে

আপওয়ার্ক এখন বড় কোম্পানির জনবল সরবরাহেও প্রতিযোগিতা করবে। ছবি: আপওয়ার্ক

 

ফ্রিল্যান্সার এবং কোম্পানিগুলোর মধ্যে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার প্ল্যাটফর্ম আপওয়ার্ক এবার নতুন এক সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছে। তারা শুধু ফ্রিল্যান্সিং নয়, এখন বড় বড় কোম্পানির জনবল ব্যবস্থাপনায়ও কাজ করতে যাচ্ছে।

এই লক্ষ্যে আপওয়ার্ক দুটি কোম্পানি কিনেছে একটি হলো ‘বাবটি’ যা কর্মী ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার তৈরি করে, আর অন্যটি হলো ‘এসসেন’, যারা বিশ্বজুড়ে কর্মী নিয়োগ ও নিয়মনীতির বিষয় দেখাশোনা করে।

এই দুটি কোম্পানি যুক্ত হয়ে আপওয়ার্কের অধীনে একটি নতুন ব্যবসা ইউনিট তৈরি হবে যা বড় বড় প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে কাজ করবে। এখন থেকে শুধু ফ্রিল্যান্সার নয়, স্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগেও সাহায্য করবে আপওয়ার্ক।

এই পরিবর্তনের মানে আপওয়ার্ক এখন শুধু ছোট কাজের জন্য নয়, বরং বড় কোম্পানিগুলোর জনবল সরবরাহেও প্রতিযোগিতা করবে।

আপওয়ার্কের সিইও হেইডেন ব্রাউন বলেন, এখনই সময় কারণ বড় কোম্পানিগুলো এখন শুধু ফ্রিল্যান্সারই নয়, আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় ট্যালেন্টদের চাহিদা জানাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাউন বলেন, “বর্তমানে যেসব প্রতিষ্ঠান আছে তারা ক্লায়েন্টদের বাধ্য করে বেছে নিতে ফ্লেক্সিবিলিটি না কি কমপ্লায়েন্স, গতি না কি স্কেল, ডিজিটাল টুল না কি শক্তিশালী এন্টারপ্রাইজ সমাধান। কিন্তু আমরা সেখানে কোনো আপস করছি না। আমরা সব কিছু একসঙ্গে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি বড় কোম্পানিগুলো এমন একটি সমাধান চায় যেখানে সব সুবিধা একসঙ্গে থাকবে। নতুন এই পদক্ষেপ সেই চাহিদারই উত্তর।”

উল্লেখ্য, উপওয়ার্কের বছরে মোট ৭৫ কোটি ডলার আয়ের মধ্যে এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের অংশ প্রায় ১০ কোটি ডলার। এবার সেই আয়ের ক্ষেত্রটাই আরও বড় করার পথে এগোচ্ছে আপওয়ার্ক।

কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছে তাদের এন্টারপ্রাইজ ব্যবসাকে মূল ইউনিট থেকে আলাদা করে আলাদা একটি কোম্পানি হিসেবে গড়ে তুলবে। কারণ, বড় বড় কোম্পানির চাহিদা, বিশেষ করে কমপ্লায়েন্স ও সফটওয়্যার ইন্টিগ্রেশনের দিক থেকে ছোট ব্যবসার থেকে একেবারেই আলাদা।

“আলাদা রাখা মানে ব্র্যান্ডিং-এ স্পষ্টতা ও ফোকাসেও গতি আনে,” বললেন আপওয়ার্ক প্রধান হেইডেন ব্রাউন।

এই উদ্যোগের জন্য তারা একশোটিরও বেশি কোম্পানি যাচাই-বাছাই করেছেন, বলেন ব্রাউন। অবশেষে ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘বাবটি’ এবং গ্লোবাল কমপ্লায়েন্স ও ‘এমপ্লয়ার অফ রেকর্ড’ পরিষেবা প্রদানকারী ‘এসসেন’ এর উপর ভরসা রেখেছে আপওয়ার্ক।

তবে শুধু আলাদাভাবে নয় এ দুই কোম্পানিকে পাইলট প্রোগ্রামে একসঙ্গে পরীক্ষাও চালিয়েছে আপওয়ার্ক। আর সেখানেই উঠে এসছে নতুন সম্ভাবনার ইঙ্গিত।

“পাইলটেই আমরা বুঝেছি ওদের টেকনোলজি কতটা কার্যকর আর কত সহজেই আমাদের সঙ্গে মিলিয়ে একদম নতুন কিছু তৈরি করা যায়”, বললেন ব্রাউন।

নতুন এন্টারপ্রাইজ ইউনিটটির ব্র্যান্ডিং ও পূর্ণাঙ্গ পরিষেবার বিস্তারিত ঘোষণা চলতি বছরের শেষ নাগাদ আসবে।

 

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

শুধু ফ্রিল্যান্সার নয়, স্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগেও সাহায্য করবে আপওয়ার্ক। আয়ের ক্ষেত্র আরও বড় করার পথে এগোচ্ছে কোম্পানিটি।

ফ্রিল্যান্সার ছাড়িয়ে এবার কর্পোরেট কর্মী নিয়োগে মনোযোগ আপওয়ার্কের

আপডেট সময় ১২:২৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

ফ্রিল্যান্সার এবং কোম্পানিগুলোর মধ্যে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার প্ল্যাটফর্ম আপওয়ার্ক এবার নতুন এক সিদ্ধান্তে সবাইকে চমকে দিয়েছে। তারা শুধু ফ্রিল্যান্সিং নয়, এখন বড় বড় কোম্পানির জনবল ব্যবস্থাপনায়ও কাজ করতে যাচ্ছে।

এই লক্ষ্যে আপওয়ার্ক দুটি কোম্পানি কিনেছে একটি হলো ‘বাবটি’ যা কর্মী ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার তৈরি করে, আর অন্যটি হলো ‘এসসেন’, যারা বিশ্বজুড়ে কর্মী নিয়োগ ও নিয়মনীতির বিষয় দেখাশোনা করে।

এই দুটি কোম্পানি যুক্ত হয়ে আপওয়ার্কের অধীনে একটি নতুন ব্যবসা ইউনিট তৈরি হবে যা বড় বড় প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে কাজ করবে। এখন থেকে শুধু ফ্রিল্যান্সার নয়, স্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগেও সাহায্য করবে আপওয়ার্ক।

এই পরিবর্তনের মানে আপওয়ার্ক এখন শুধু ছোট কাজের জন্য নয়, বরং বড় কোম্পানিগুলোর জনবল সরবরাহেও প্রতিযোগিতা করবে।

আপওয়ার্কের সিইও হেইডেন ব্রাউন বলেন, এখনই সময় কারণ বড় কোম্পানিগুলো এখন শুধু ফ্রিল্যান্সারই নয়, আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় ট্যালেন্টদের চাহিদা জানাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাউন বলেন, “বর্তমানে যেসব প্রতিষ্ঠান আছে তারা ক্লায়েন্টদের বাধ্য করে বেছে নিতে ফ্লেক্সিবিলিটি না কি কমপ্লায়েন্স, গতি না কি স্কেল, ডিজিটাল টুল না কি শক্তিশালী এন্টারপ্রাইজ সমাধান। কিন্তু আমরা সেখানে কোনো আপস করছি না। আমরা সব কিছু একসঙ্গে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি বড় কোম্পানিগুলো এমন একটি সমাধান চায় যেখানে সব সুবিধা একসঙ্গে থাকবে। নতুন এই পদক্ষেপ সেই চাহিদারই উত্তর।”

উল্লেখ্য, উপওয়ার্কের বছরে মোট ৭৫ কোটি ডলার আয়ের মধ্যে এন্টারপ্রাইজ ক্লায়েন্টদের অংশ প্রায় ১০ কোটি ডলার। এবার সেই আয়ের ক্ষেত্রটাই আরও বড় করার পথে এগোচ্ছে আপওয়ার্ক।

কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছে তাদের এন্টারপ্রাইজ ব্যবসাকে মূল ইউনিট থেকে আলাদা করে আলাদা একটি কোম্পানি হিসেবে গড়ে তুলবে। কারণ, বড় বড় কোম্পানির চাহিদা, বিশেষ করে কমপ্লায়েন্স ও সফটওয়্যার ইন্টিগ্রেশনের দিক থেকে ছোট ব্যবসার থেকে একেবারেই আলাদা।

“আলাদা রাখা মানে ব্র্যান্ডিং-এ স্পষ্টতা ও ফোকাসেও গতি আনে,” বললেন আপওয়ার্ক প্রধান হেইডেন ব্রাউন।

এই উদ্যোগের জন্য তারা একশোটিরও বেশি কোম্পানি যাচাই-বাছাই করেছেন, বলেন ব্রাউন। অবশেষে ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ‘বাবটি’ এবং গ্লোবাল কমপ্লায়েন্স ও ‘এমপ্লয়ার অফ রেকর্ড’ পরিষেবা প্রদানকারী ‘এসসেন’ এর উপর ভরসা রেখেছে আপওয়ার্ক।

তবে শুধু আলাদাভাবে নয় এ দুই কোম্পানিকে পাইলট প্রোগ্রামে একসঙ্গে পরীক্ষাও চালিয়েছে আপওয়ার্ক। আর সেখানেই উঠে এসছে নতুন সম্ভাবনার ইঙ্গিত।

“পাইলটেই আমরা বুঝেছি ওদের টেকনোলজি কতটা কার্যকর আর কত সহজেই আমাদের সঙ্গে মিলিয়ে একদম নতুন কিছু তৈরি করা যায়”, বললেন ব্রাউন।

নতুন এন্টারপ্রাইজ ইউনিটটির ব্র্যান্ডিং ও পূর্ণাঙ্গ পরিষেবার বিস্তারিত ঘোষণা চলতি বছরের শেষ নাগাদ আসবে।

 

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম