“আমাদের দাবি অনেক পুরনো; ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকেই এটা বলে আসছি,” বলেন আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নজরুল ইসলাম।
পদনাম পরিবর্তন চান সচিবালয়ের ক্যাডার বহির্ভূত কর্মচারীরা

- আপডেট সময় ০১:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে
অন্যান্য সরকারি বিভাগগুলোর সঙ্গে মিল রেখে সচিবালয়েও পদনাম পরিবর্তন করে নতুন নাম দেওয়ার দাবি জানিয়েছেন ক্যাডার বহির্ভূত কর্মচারীরা।
এসব কর্মচারীর সংগঠন— আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন নিজেদের দাবির পক্ষে সরকারের কাছে নয়টি যুক্তিও তুলে ধরেছে।
রোববার এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিধি) শামীম সোহেলের সভাপতিত্বে এতে মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে শামীম সোহেলকে ফোন করা হলেও তিনি ধরেননি।
আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এ দাবি অনেক পুরনো। ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকেই আমরা এটা বলে আসছি। আজকের বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা বলতে পারছি না।”
মূলত কর্মচারীরা সাংগঠনিক কাঠামোতে সংস্কার এনে ‘এও’ এবং ‘পিও’ বা প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদ-পদোন্নতি একই রকম করতে চাচ্ছেন।
নজরুল বলেন, “আমাদের দাবির আলোকে একটি সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষা অনুযায়ী সিদ্ধান্ত আসবে বলে জানতে পেরেছি। কিন্তু কাজ কতটা এগিয়েছে, তা বলতে পারছি না।”
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম