০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
“আগের একটি হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হন। এর মধ্যে ওয়াজেদ আলী মারা যান,” বলেন ওসি রফিকুল ইসলাম।

রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে

 

রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম ওয়াজেদ আলী। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। হামলায় তার স্ত্রী লাইলী বেগম ও ছেলে মাসুম আলী আহত হয়েছেন।

পুলিশ বলছে, গত ১৪ মে একই গ্রামে মারামারিতে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় পরদিন মামলা হয়। ওই মামলায় আসামি ছিলেন ওয়াজেদ আলী। সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফেরেন তিনি।

লাইলী বেগম বলেন, রোববার সকালে ওয়াজেদ আলী ছেলেকে নিয়ে বিলের পাশে পানের বরজে কাজ করছিলেন। সেখানে একই গ্রামের ১০ থেকে ১৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, জামিনে মুক্ত হওয়ার পর থেকেই প্রতিপক্ষের হুমকির কারণে তারা আত্মীয়ের বাড়িতে থাকছিলেন। পানের বরজে গেলে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

দুর্গাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আগের একটি হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হন। এদের মধ্যে ওয়াজেদ আলী মারা যান। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালছে।”

 

 

 

রাজশাহী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“আগের একটি হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হন। এর মধ্যে ওয়াজেদ আলী মারা যান,” বলেন ওসি রফিকুল ইসলাম।

রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০১:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

 

রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম ওয়াজেদ আলী। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। হামলায় তার স্ত্রী লাইলী বেগম ও ছেলে মাসুম আলী আহত হয়েছেন।

পুলিশ বলছে, গত ১৪ মে একই গ্রামে মারামারিতে হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় পরদিন মামলা হয়। ওই মামলায় আসামি ছিলেন ওয়াজেদ আলী। সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফেরেন তিনি।

লাইলী বেগম বলেন, রোববার সকালে ওয়াজেদ আলী ছেলেকে নিয়ে বিলের পাশে পানের বরজে কাজ করছিলেন। সেখানে একই গ্রামের ১০ থেকে ১৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, জামিনে মুক্ত হওয়ার পর থেকেই প্রতিপক্ষের হুমকির কারণে তারা আত্মীয়ের বাড়িতে থাকছিলেন। পানের বরজে গেলে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়।

দুর্গাপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আগের একটি হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হন। এদের মধ্যে ওয়াজেদ আলী মারা যান। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালছে।”

 

 

 

রাজশাহী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম