শিশুটির গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নোয়াখালীতে ৩ বছরের শিশুকে হত্যা, সৎ মা কারাগারে

- আপডেট সময় ০৪:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিন বছর বয়সি এক শিশুকে হত্যা মামলায় তার সৎ মাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সকালে আসামিকে নোয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বেগমগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম।
রোববার বিকালে উপজেলায় শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রাম থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার ও তার সৎ মাকে আটক করে পুলিশ।
নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে। শিশুটি তার সৎ মা শিউলি আক্তারের সঙ্গে চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকত।
এসআই শহীদুল বলেন, “শনিবার রাতে শিউলি অ্যাম্বুলেন্সে সুমাইয়ার মৃতদেহ দাফনের জন্য খানপুরে নিয়ে যান। এ সময় বাড়ির লোকজন সুমাইয়ার মৃত্যুর বিষয়ে জানতে চাইলে শিউলি বলেন, দুপুরে সুমাইয়াকে মারধর করেছিলেন তিনি। পরে গোসল করিয়ে ঘুম দেন। বিকালের দিকে তাকে মৃত অবস্থায় পান তিনি।
“শিউলির দাবি, বিষয়টি প্রবাসী স্বামীকে জানালে তার পরামর্শে একজন চিকিৎসক বাসায় ডেকে নেন তিনি। চিকিৎসক শিশুটিকে দেখে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর পরামর্শে শিশুটির মৃতদেহ খানপুরে গ্রামের বাড়িতে নিয়ে যান।”
তিনি বলেন, রোববার সকালে পরিবারের সদস্যরা শিশুটির দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। মৃতদেহ গোসল দেওয়ার সময় শিশুটির গলায় আঘাতের চিহ্ন ও কানে রক্ত দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান।
এসআই শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন করার সময় গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাৎক্ষণিক শিশুটির সৎ মাকে আটক করা হয়।
পরে শিশুটির মৃতদেহের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।
এ ঘটনায় রাতে শিশুটির দাদি মারজাহান বেগম বাদী হয়ে শিউলির বিরুদ্ধে হত্যা মামলা করেন বলে জানান এসআই শহীদুল।
নোয়াখালী প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম