টেকনাফের ইউএনও বলেন, “সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে : মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি

- আপডেট সময় ১০:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- উপজেলার সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদ ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালের দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও শেখ এহসান উদ্দিন।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- উপজেলার সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদ ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পাঁচ জেলে ট্রলারে করে সেখানে মাছ ধরতে গিয়েছিলেন। আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গেছে। কাছাকাছি এলাকা থেকে অন্য জেলেরা এটা দেখেছেন। পরে তারা ফিরে এসে স্বজনদের জানিয়েছেন।
শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যায়। সাগর থেকে ফিরে আসার সময় তাদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্বজনরা বিষয়টি বিজিবিকে অবহিত করেছে।”
ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ কোস্ট গার্ড ও স্থানীয় লোকজনের মাধ্যমে শুনেছি। সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
টেকনাফ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম