ক্যানসারে বহু দিন ধরে ভুগছিলেন তিনি, সেই সঙ্গে ছিল হার্টের সমস্যা ও কিডনি জটিলতা।
কলকাতার অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন

- আপডেট সময় ০৪:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
দীর্ঘ রোগভোগের পর কলকাতার অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মারা গেছেন।
আনন্দবাজার লিখেছে, বাসন্তী চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে মঙ্গলবার তার বাড়িতে; অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৮ বছর।
ক্যানসারে বহু দিন ধরে ভুগছিলেন তিনি, সেই সঙ্গে ছিল হার্টের সমস্যা ও কিডনি জটিলতাও।
গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএল বি’ সিরিয়ালের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় প্রায় ছয় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয় তাকে। সেবার চিকিৎসায় বাসন্তী চ্যাটার্জিকে বাঁচানো গেলেও এবার তাকে আর ফেরানো যায়নি।
থিয়েটার থেকে সিনেমার পর্দায় স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও।
‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’, ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মত সাড়া তোলা সিনেমায় পাওয়া গেছে বাসন্তী চ্যাটার্জিকে। জনপ্রিয়তা পেয়েছিলেন ‘গোয়েন্দা গিন্নি’ সিরিয়ালে ঠাকুরমার চরিত্রে অভিনয় করেও।
‘গীতা এলএল বি’ সিরিয়ালে শেষবার পর্দায় দেখা যায় বাসন্তী চ্যাটার্জিকে।