শিমরাইল এলাকার একটি টিনসেড ঘর থেকে নারীর ও পাইনাদী সিআইখোলা এলাকার ডিএনডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জে ঘরে নারীর গলাকাটা লাশ, লেকে যুবকের মরদেহ

- আপডেট সময় ০৪:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই এলাকা থেকে এক নারীর গলাকাটা এবং এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে শিমরাইল এলাকার একটি টিনসেড ঘর থেকে নারীর ও পাইনাদী সিআইখোলা এলাকার ডিএনডি লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।
নিহত নারীর নাম মোসা. সাবিনা আক্তার লাকি। ৩৫ বছর বয়সী সাবিনা ঢাকার ওয়ারীর গোপীবাগের প্রয়াত শামসুল হকের মেয়ে।
স্থানীয় লোকজন ও প্রাথমিক তদন্তের বরাতে ওসি শাহীনূর বলেন, শিমরাইলে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের পাশে টিনশেডের ঘরটিতে নিরব নামে ৩৫ বছর বয়সী এক যুবক ভাড়া থাকেন।
সাবিনা তার স্ত্রী পরিচয়ে এ ঘরটিতে এসে প্রায় সময় থাকতেন। দুই-তিন দিন আগেও ওই নারী তার তিন শিশু সন্তানকে নিয়ে এ বাড়িতে আসেন।
এ পুলিশ কর্মকর্তা বলেন, “নিহতের সন্তানদের ভাষ্যমতে, নিরব ভোর আনুমানিক পাঁচটার দিকে বাতি নষ্ট হয়ে গেছে বলে বাইরে থেকে ঘর বন্ধ করে চলে যায় আর ফেরেনি।”
সকালে বাচ্চাদের কান্নাকাটি শুনে স্থানীয়রা দরজা খুলে ভেতরে নারীর গলাকাটা মরদেহ পান। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘর থেকেই রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, নিহত নারীর স্বামী মো. রুবেল থাকেন ঢাকায়। তাকে খবর দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে ‘পরকীয়া সম্পর্ক’ বলে ধারণা করছে পুলিশ।
এদিকে, ঘটনার পর থেকেই পলাতক নিরবের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ওসি বলেন, “তার বাড়ি দক্ষিণাঞ্চলের দিকে বলে শুনছি। পেশায় সে একজন বাস চালক। তাকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
এদিকে, শিমরাইল থেকে মাত্র এক কিলোমিটার দূরে ডিএনডি লেক থেকে উদ্ধার পুরুষ ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
তার বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
ওসি শাহীনূর বলেন, “অন্তত দুইদিন আগে যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের চেহারাও বিকৃত হয়ে গেছে। এটি হত্যাকাণ্ড কিনা তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম