উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২০ টি মৃতদেহ খুঁজে পেয়েছে এবং ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও ইতালির রেড ক্রস।
ইতালি উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

- আপডেট সময় ১২:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
ইতালির দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে একটি নৌকা উল্টে গিয়ে অন্তত ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে।
বুধবার এ দুর্ঘটনায় আরও অনেক মানুষ নিখোঁজ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা। নিখোঁজদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারীরা।
জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং ইতালির রেড ক্রস জানিয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২০ টি মৃতদেহ খুঁজে পেয়েছে এবং ৬০ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের ৫৬ জন পুরুষ এবং চারজন নারী।
এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় এই রুটে যাত্রার সময় অন্তত ৬৭৫ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইতালিতে ইউএনএইচসিআর এর মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো।
দুর্ঘটনাটি সম্পর্কে জানেন এমন একজন বলেছেন, বুধবার সকালে ল্যাম্পেডুসা উপকূলের প্রায় ১৪ মাইল দূরের জলপথে মানুষের দেহসহ উল্টে যাওয়া একটি নৌকা দেখতে পায় ইতালির আইনপ্রয়োগকারী সংস্থার বিমান।
অভিবাসনপ্রত্যাশীরা বুধবার সকালেই দুটো নৌকায় করে লিবিয়ার ত্রিপোলি থেকে যাত্রা করেছিল। একটি নৌকা ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করলে মানুষজন অপর নৌকাটিতে গিয়ে ওঠে। পরে সেই নৌকাটিও উল্টে গিয়ে ডুবে যায়।
প্রাথমিক হিসাবে ইউএনএইচসিআর অভিবাসনপ্রত্যাশীদের দলে ৯২ জন থেকে ৯৭ জন থাকতে পারে বলে জানিয়েছে। আর এই হিসাবে এখন পর্যন্ত নিখোঁজ মানুষের সংখ্যা হতে পারে ১৭ জন।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম