আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে বসছেন ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফের যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

- আপডেট সময় ০৫:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে সোমবার তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন।
পরে টেলিগ্রামে খবরের আপডেট জানিয়ে তিনি ‘আমন্ত্রণ জানানোয়’ ট্রাম্পের প্রতি ‘কৃতজ্ঞতাও’ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের প্রেসিডেন্ট এর আগে ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বসতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়েছিল। এরপর দুই নেতার মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে দেখাও হয়েছে।
শনিবার জেলেনস্কি বলেছেন, তার সঙ্গে ভার্চুয়ালি ট্রাম্পের ‘লম্বা ও বিস্তারিত’ আলাপ হয়েছে। প্রথমে তারা ঘণ্টাখানেক একে অপরের সঙ্গে কথা বলেন, পরে ইউরোপের নেতারাও তাদের সঙ্গে যোগ দেন।
আলাস্কা বৈঠক থেকে বাদ পড়ায় ইউক্রেইনীয়রা বেশ হতাশ ছিলেন, তবে জেলেনস্কির সর্বশেষ প্রতিক্রিয়ায় মনে হচ্ছে, ত্রিপক্ষীয় সম্মেলনের সম্ভাবনা এখনও বেশ ভালোভাবেই বিদ্যমান।
বিবৃতিতে তিনি বলেছেন, পরবর্তী রাউন্ডের আলোচনায় ইউক্রেইনসহ তিন দেশের নেতারই উপস্থিত থাকা উচিত।
জেলেনস্কি আরও বলেছেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করতে প্রতিটি পর্যায়ে ইউরোপীয় নেতাদেরও থাকা জরুরি।”
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা পরে নিজেদের মধ্যে আরেকটি বৈঠক করেছেন।
এসব বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভ্রোৎস্কি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব, নেটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লায়েন উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
এতে যুদ্ধ বন্ধ হবে এবং ‘কোনোরকমের যুদ্ধবিরতি চুক্তির’ তুলনায় অনেক ভালো কিছু হবে, ট্রুথ সোশ্যালে এমনটাই লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও বলেছেন, “আলাস্কায় একটি অসাধারণ ও সফল দিন কেটেছে।”
জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। বলেছেন, সোমবার ওভাল অফিসে ইউক্রেইনের নেতার সঙ্গে বসা হচ্ছে তার।
“সব ঠিকঠাক হলে, তারপর আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একটি বৈঠকের দিনক্ষণ ঠিক করবো। এতে সম্ভবত, লাখ লাখ লোকের জীবন বেঁচে যাবে,” বলেছেন ট্রাম্প।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম