আইফোনকে আইওএস ১৮.৬.১ এবং অ্যাপল ওয়াচকে ওয়াচওএস ১১.৬.১-এ আপডেট করলেই ফিচারটি চালু করতে পারবেন।
নতুন ডিজাইনে অ্যাপল ওয়াচে ফিরছে ‘ব্লাড অক্সিজেন’ ফিচার

- আপডেট সময় ০৫:২৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
মেধাস্বত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের পর কিছু অ্যাপল ওয়াচ ব্যবহারকারীর জন্য নতুনভাবে ডিজাইন করা ‘ব্লাড অক্সিজেন’ ফিচার চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল।
নতুন ফিচারটি বৃহস্পতিবার থেকে অ্যাপল ওয়াচ সিরিজ ৯, সিরিজ ১০ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ২-এর কিছু ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
অ্যাপলের দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাস্টমসের এক রায়ের ফলে এই আপডেট আনা সম্ভব হচ্ছে।
২০২৩ সালে ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন রায় দিয়েছিল, অ্যাপলের রক্তের অক্সিজেন সেন্সর ‘মাসিমো’ নামের একটি মেডিকেল প্রযুক্তি কোম্পানির মেধাস্বত্ব লঙ্ঘন করেছে। ওই রায়ের পর অ্যাপল কিছু মডেলের বিক্রি বন্ধ করে এবং রক্তের অক্সিজেন ফিচার বাদ দিয়ে সংশোধিত সংস্করণ বাজারে আনে।
অ্যাপল বলছে, তারা এমন পণ্য ও সেবা তৈরি করে যা বিজ্ঞানভিত্তিক এবং প্রাইভেসি বজায় রেখে ব্যবহারকারীদের সুস্থতা ও নিরাপত্তায় উন্নতমানের ফিচার দেয়।
যেসব ব্যবহারকারীর ঘড়িতে বর্তমানে রক্তের অক্সিজেন মাপার ফিচার নেই, তারা আইফোনকে আইওএস ১৮.৬.১ এবং অ্যাপল ওয়াচকে ওয়াচওএস ১১.৬.১-এ আপডেট করলেই ফিচারটি চালু করতে পারবেন। মাপার ফলাফল দেখা যাবে হেলথ অ্যাপের ‘রেসপিরেটরি’ সেকশনে।
গেল বছরগুলোতে অ্যাপল স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও গভীরভাবে কাজ করছে। সম্প্রতি অ্যাপল ওয়াচে ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে সমস্যা শনাক্তকরণ ফিচার, আর এয়ারপডস-এ শ্রবণস্বাস্থ্য ট্র্যাক করার ফিচার চালু করেছে। এ বছরের ফেব্রুয়ারিতে অ্যাপল পাঁচ বছরের মধ্যে প্রথম স্বাস্থ্যবিষয়ক বড় গবেষণাও শুরু করেছে।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম