নির্বাচনের পরবর্তী পর্বের তারিখগুলো পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন।
মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম পর্বের ভোট ২৮ ডিসেম্বর

- আপডেট সময় ০৫:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পড়া হয়েছে
মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর, দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সোমবার এমনটি জানিয়েছে বলে খবর রয়টার্সের।
এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটি প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সাধারণ নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হল।
কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচনের ভোট গ্রহণের পরিকল্পনা করেছে।
দেশটির এমআরটিভির ঘোষণা অনুযায়ী, নির্বাচনের পরবর্তী পর্বের তারিখগুলো পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশন।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে খবর অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে মোট ৫৫টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। এদের মধ্যে নয়টি দল দেশজুড়ে সবগুলো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে।
চলতি মাসের প্রথমদিকে গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার সংবাদপত্র জানিয়েছিল, ছয়টি দল অনুমোদন ও নিবন্ধনের জন্য পর্যালোচনাধীন রয়েছে।
তবে জান্তাবিরোধী বিরোধীদলগুলোকে হয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে অথবা তারাই এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
২০২১ সালের প্রথমদিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেল পুরস্কার জয়ী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার সহিংসতায় উত্তাল হয়ে আছে। মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জেনারেলরা সশস্ত্র গোষ্ঠীগুলোর তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছেন।
রয়টার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলো এ নির্বাচনকে মিয়ানমারের জেনারেলদের ক্ষমতা সুদৃঢ় করার একটি পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের ধারণা, এ নির্বাচনে দেশটির সামরিক বাহিনীর ছায়া দলগুলোই প্রাধান্য লাভ করবে।
রাষ্ট্রায়ত্ত সংবাদপত্রের তথ্য অনুযায়ী, নবগঠিত একটি অন্তর্বর্তী প্রশাসন দেশজুড়ে তিন শতাধিক আসনে ভোট গ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে। এসব আসনের অনেকগুলো বর্তমানে সামরিক জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে পড়েছে।
গত বছর সামরিক বাহিনী সমর্থিত কর্তৃপক্ষ ভোটার তালিক তৈরি করার উদ্যোগ নিয়ে দেশব্যাপী একটি আদমশুমারি করেছিল। কিন্তু তারা মিয়ানমারের ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে সরেজমিনে জরিপ পরিচালনা করতে সক্ষম হয়েছিল। বাকি এলাকাগুলোর ভোটার আকাশপথে চালানো জরিপের মাধ্যমে আনুমানিকভাবে নির্ধারণ করা হয়েছে।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম