ওপেনএআইয়ের শেয়ার ‘সফটব্যাংক’, ‘ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ’ ও ‘থ্রাইভ ক্যাপিটাল’সহ বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবেন কোম্পানিটির বর্তমান ও সাবেক কর্মীরা।
৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই?

- আপডেট সময় ০৫:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
দ্বিতীয় দফায় বিক্রির অংশ হিসেবে প্রায় ছয়শ কোটি ডলারের শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এর মাধ্যমে কোম্পানিটির মূল্য হবে প্রায় ৫০ হাজার কোটি ডলার।
শুক্রবার এ আলোচনার সঙ্গে জড়িত এক ব্যক্তির বরাত দিয়ে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, ওপেনএআইয়ের এসব শেয়ার ‘সফটব্যাংক’, ‘ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ’ ও ‘থ্রাইভ ক্যাপিটাল’সহ বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবেন কোম্পানিটির বর্তমান ও সাবেক কর্মীরা। এ বিষয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে তা পরিবর্তিত হতে পারে।
এ শেয়ার বিক্রির খবর প্রথম প্রকাশ করে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।
আগে থেকেই ওপেনএআইতে বিনিয়োগ রয়েছে ‘সফটব্যাংক’, ‘ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ’ ও ‘থ্রাইভ ক্যাপিটাল’ এ তিনটি কোম্পানির। এর আগে, সিএনবিসি প্রতিবেদনে লিখেছিল, শেয়ার বিক্রির এ রাউন্ডে নেতৃত্ব দিতে পারে থ্রাইভ ক্যাপিটাল।
তবে বর্তমানে এ শেয়ার বিক্রির বিষয়ে সিএনবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কোম্পানি তিনটির কেউই।
২০২২ সালের শেষ দিকে জেনারেটিভ এআই চ্যাটবট চ্যাটজিপিটি চালুর পর থেকেই ওপেনএআইয়ের বাজারমূল্য খুব দ্রুত বেড়েছে।
এ বছরের মার্চে ওপেনএআই ঘোষণা দিয়েছিল, চার হাজার কোটি ডলারের তহবিল সংগ্রহ করছে তারা। সে সময় কোম্পানির মূল্য ধরা হয়েছিল ৩০ হাজার কোটি ডলার, যা এখন পর্যন্ত কোনো প্রযুক্তি কোম্পানির জন্য সবচেয়ে বড় তহবিল সংগ্রহ।
এরপর অগাস্টের শুরুতে কোম্পানিটি আবার বলেছে, ওই তহবিলের অংশ হিসেবে এরইমধ্যে আটশ ৩০ কোটি ডলার যোগ হয়েছে।
গত সপ্তাহে নিজেদের নতুন ও এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এআই মডেল ‘জিপিটি-৫’ উন্মোচন করেছে ওপেনএআই।
কোম্পানিটি বলেছে, মডেলটি আগের চেয়ে উন্নত, দ্রুত ও ‘অনেক বেশি কার্যকর’, বিশেষ করে লেখা, কোড লেখা ও স্বাস্থ্যসেবার মতো কাজের বেলায়।
তবে এ নতুন মডেল চালুর পর কিছু সমস্যা দেখা দিয়েছে। কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, আগের বিভিন্ন মডেল আর ব্যবহার করতে পারছেন না তারা। যার কারণে অনেকের জন্য এটি এক ঝামেলাপূর্ণ অভিজ্ঞতাও হয়ে উঠেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক এক্স পোস্টে লিখেছেন, “আমরা আসলেই বুঝে উঠতে পারিনি যে, জিপিটি-৪o-এর কিছু জিনিস মানুষের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে আমাদের জিপিটি-৫ বেশিরভাগ দিক থেকে জিপিটি-৪o-এর চেয়েও ভালো পারফর্ম করে।”
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম