তবে তা লক্ষ্যমাত্রা থেকে ২ হাজার ৮৬৩ কোটি ৯৬ লাখ টাকা কম।
অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব আদায়ে লাফ

- আপডেট সময় ০৬:০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের বছরের একই মাসের চেয়ে রাজস্ব আহরণ বেড়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ। তবে একক মাস হিসেবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাইয়ে ২৭ হাজার ২৪৭ কোটি ৯৬ লাখ টাকার রাজস্ব আহরণ হয়েছে। ২০২৪ সালের একই মাসে যা ছিল ২১ হাজার ৯১৬ কোটি ৮০ হাজার টাকা।
আগের বছরের একই সময়ের চেয়ে রাজস্ব আহরণের প্রবৃদ্ধিতে লাফের তথ্য সামনে এলেও অর্থবছরের প্রথম মাসে তা লক্ষ্যমাত্রা থেকে ২ হাজার ৮৬৩ কোটি ৯৬ লাখ টাকা পিছিয়ে। একক মাস হিসেবে লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১০ কোটি টাকা।
এনবিআর বলছে, এবারও ভ্যাট খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। এ খাত থেকে এসেছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা; প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৪৫ শতাংশ। আগের বছরের জুলাইতে যা ছিল ৮ হাজার ৫৭০ কোটি ৯০ লাখ টাকা।
তথ্য অনুযায়ী, গত জুলাইতে কাস্টমস খাত থেকে আদায় হয় ৯ হাজার ৬০১ কোটি টাকা। এখাতে প্রবৃদ্ধি হয় ১৭ দশমিক ৫১ শতাংশ। ২০২৪ সালের জুলাইতে যা ছিল ৮ হাজার ১৭০ কোটি ৪৯ লাখ টাকার।
অপরদিকে আয়করে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬৩ শতাংশ। ২০২৪ সালের জুলাইয়ের ৫ হাজার ১৭৪ কোটি ৬৯ লাখ টাকার বিপরীতে এবার আহরণ হয়েছে ৬ হাজার ২৯৪ কোটি টাকা।
চলতি অর্থবছরের ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে এনবিআরের মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম