০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন অভিযান গাজা-ইসরায়েল ‘উভয় পক্ষের লোকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের চক্রে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করবে’।

গাজা সিটিতে অভিযানের আগে ৬০ হাজার রিজার্ভ সেনা ডেকেছে ইসরায়েল

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

গাজা সীমান্তে ট্যাংকের ওপর দাঁড়িয়ে এক ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স

 

গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পরিকল্পিত অভিযানের আগে রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় ৬০ হাজার জনকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তেল আবিবের এক সামরিক কর্মকর্তা বলেছেন, এ রিজার্ভ সেনারা সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন, আর গাজা সিটিতে অভিযানে মূলত এখন যারা সামরিক বাহিনীতে সক্রিয় তাদেরই পাঠানো হবে।

অভিযানের প্রস্তুতিস্বরূপ এরই মধ্যে ইসরায়েলি সেনারা জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের পুরো পরিকল্পনা মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অনুমোদন করেছেন এবং কয়েকদিনের মধ্যে নিরাপত্তা মন্ত্রিসভায় উত্থাপিত হবে, ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

গাজা সিটিতে বসবাসরত লাখ লাখ ফিলিস্তিনি এখন এলাকা ছেড়ে দিয়ে দক্ষিণ গাজার আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

ইসরায়েলি অনেক মিত্রই গাজায় অভিযানের তীব্র বিরোধিতা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সতর্ক করে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন এ অভিযান গাজা-ইসরায়েল ‘উভয় পক্ষের লোকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের চক্রে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করবে’।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, গাজার আরো লোকজনকে ঘরবাড়ি থেকে সরিয়ে ফেলা এবং সেখানে যুদ্ধের তীব্রতা বাড়লে তা এমনিতেই ‘সর্বনাশা পরিস্থিতিতে’ থাকা ভূখণ্ডটির ২১ লাখ বাসিন্দাকে খাদের কিনারে নিয়ে যাবে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন অভিযান গাজা-ইসরায়েল ‘উভয় পক্ষের লোকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের চক্রে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করবে’।

গাজা সিটিতে অভিযানের আগে ৬০ হাজার রিজার্ভ সেনা ডেকেছে ইসরায়েল

আপডেট সময় ০৬:০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পরিকল্পিত অভিযানের আগে রিজার্ভে থাকা সেনাদের মধ্যে প্রায় ৬০ হাজার জনকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তেল আবিবের এক সামরিক কর্মকর্তা বলেছেন, এ রিজার্ভ সেনারা সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবেন, আর গাজা সিটিতে অভিযানে মূলত এখন যারা সামরিক বাহিনীতে সক্রিয় তাদেরই পাঠানো হবে।

অভিযানের প্রস্তুতিস্বরূপ এরই মধ্যে ইসরায়েলি সেনারা জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে। অভিযানের পুরো পরিকল্পনা মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অনুমোদন করেছেন এবং কয়েকদিনের মধ্যে নিরাপত্তা মন্ত্রিসভায় উত্থাপিত হবে, ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

গাজা সিটিতে বসবাসরত লাখ লাখ ফিলিস্তিনি এখন এলাকা ছেড়ে দিয়ে দক্ষিণ গাজার আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

ইসরায়েলি অনেক মিত্রই গাজায় অভিযানের তীব্র বিরোধিতা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সতর্ক করে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন এ অভিযান গাজা-ইসরায়েল ‘উভয় পক্ষের লোকদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের চক্রে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করবে’।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, গাজার আরো লোকজনকে ঘরবাড়ি থেকে সরিয়ে ফেলা এবং সেখানে যুদ্ধের তীব্রতা বাড়লে তা এমনিতেই ‘সর্বনাশা পরিস্থিতিতে’ থাকা ভূখণ্ডটির ২১ লাখ বাসিন্দাকে খাদের কিনারে নিয়ে যাবে।

 

 

মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম