০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সিইসির সঙ্গে বৈঠকে ৯ দফা প্রস্তাব দিয়েছে দলটি।

খোলা মাঠে ভোটকেন্দ্র, ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে চায় এবি পার্টি

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৬:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

 

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনি আচরণবিধি মেনে চলতে ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

একই সঙ্গে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সিইসির সঙ্গে বৈঠকে দলটি খোলা মাঠে ভোটকেন্দ্রস্থাপনসহ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমরা মনে করছি যে, আমাদের যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ আর্মি, আনসার যারা আছেন আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন।”

কারণ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন যেসব ঘটনা ঘটছে সেটা নিয়ে তাদের মধ্যে শঙ্কা জেগেছে বলে তুলে ধরেন তিনি। বলেন, “ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি, যারা ভোটার নয়, এরকম তরুণ ছাত্র যারা আছে বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। কারণ আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে।”

তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পরে বার্ন ইউনিটে কিশোর ছাত্ররা স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন, ছাত্ররা পুরো পরিস্থিতিকে সুন্দরভাবে ‘হ্যান্ডেল’ করেছেন।

নির্বাচনি ব‍্যয় কমানো ও রিটার্নিং অফিসারের উদ‍্যোগে প্রার্থীদের নিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর প্রস্তাব করেন তিনি।

নির্বাচনে যুগান্তকারী পরিবর্তন আনতে তিনি ভোটকেন্দ্রগুলোকে প্রার্থীদের প্রভাবমুক্ত রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে ভোটকেন্দ্রের বর্তমান সংখ্যা কমানো এবং বড় মাঠসহ শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, স্টেডিয়াম, খেলার মাঠে ভোটকেন্দ্র স্থাপনের পরামর্শ দেন।

এক প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “আমরা ইলেকশন কমিশনকে বলছি, যারা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে এবং আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি। কনসার্নগুলো পূরণ করেই ভোট ফেব্রুয়ারিতে করা সম্ভব।”

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ জ্যেষ্ঠ নেতারা সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সিইসির সঙ্গে বৈঠকে ৯ দফা প্রস্তাব দিয়েছে দলটি।

খোলা মাঠে ভোটকেন্দ্র, ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে চায় এবি পার্টি

আপডেট সময় ০৬:১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

 

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনি আচরণবিধি মেনে চলতে ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

একই সঙ্গে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সিইসির সঙ্গে বৈঠকে দলটি খোলা মাঠে ভোটকেন্দ্রস্থাপনসহ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমরা মনে করছি যে, আমাদের যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ আর্মি, আনসার যারা আছেন আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন।”

কারণ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন যেসব ঘটনা ঘটছে সেটা নিয়ে তাদের মধ্যে শঙ্কা জেগেছে বলে তুলে ধরেন তিনি। বলেন, “ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি, যারা ভোটার নয়, এরকম তরুণ ছাত্র যারা আছে বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা। কারণ আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে।”

তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পরে বার্ন ইউনিটে কিশোর ছাত্ররা স্বেচ্ছাসেবীর ভূমিকায় ছিলেন, ছাত্ররা পুরো পরিস্থিতিকে সুন্দরভাবে ‘হ্যান্ডেল’ করেছেন।

নির্বাচনি ব‍্যয় কমানো ও রিটার্নিং অফিসারের উদ‍্যোগে প্রার্থীদের নিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর প্রস্তাব করেন তিনি।

নির্বাচনে যুগান্তকারী পরিবর্তন আনতে তিনি ভোটকেন্দ্রগুলোকে প্রার্থীদের প্রভাবমুক্ত রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে ভোটকেন্দ্রের বর্তমান সংখ্যা কমানো এবং বড় মাঠসহ শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, স্টেডিয়াম, খেলার মাঠে ভোটকেন্দ্র স্থাপনের পরামর্শ দেন।

এক প্রশ্নের জবাবে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “আমরা ইলেকশন কমিশনকে বলছি, যারা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে এবং আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি। কনসার্নগুলো পূরণ করেই ভোট ফেব্রুয়ারিতে করা সম্ভব।”

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ জ্যেষ্ঠ নেতারা সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম