০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
শিরোনাম
স্কটল্যান্ডের প্রধান কোচ ওয়াটসন
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১২৮ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন কোচ থেকে স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে ডাগ ওয়াটসনকে চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী এপ্রিলেই তিনি স্কটিশদের দায়িত্ব নেবেন। আর চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দলটির দায়িত্ব সামলাবেন তিনি।
এর আগে কোনো জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা নেই ৪৯ বছর বয়সী এই মাস্টারমাইন্ডের। যদিও হেড অব পারফরম্যান্স হিসেবে অকল্যান্ড দলের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্যারিয়ার উপভোগ করা এই কোচ।
আগামী জুন-জুলাইয়ে তার জন্য বেশ বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এ সময়ে জিম্বাবুয়ের মাটিতে তার অধীনে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে অংশ নেবে স্কটল্যান্ড। এ ছাড়া আসন্ন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারেও তার অধীনেই খেলবে স্কটিশরা। যদিও ওয়াটসনের জন্য বড় চ্যালেঞ্জ হতে হচ্ছে।
ট্যাগস