০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
বাংলাদেশে চামড়া, সিমেন্ট, জাহাজ নির্মাণ শিল্প ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন শিল্প উপদেষ্টা।

চিনিশিল্পের উন্নয়নে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ করবে বাংলাদেশ-পাকিস্তান

মইদুল হাসান - জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

ঢাকায় বৃহস্পতিবার শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। ছবি: পিআইডি

 

দুই দেশের চিনিশিল্পের উন্নয়নে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করার বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘‘বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।’’

বাংলাদেশে চিনি, চামড়া, সিমেন্ট, জাহাজ নির্মাণ শিল্প ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শিল্প উপদেষ্টা।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান।

এতে অন্যদের মধ্যে ঢাকায় পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার, শিল্প সচিব ওবায়দুর রহমান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে চামড়া, সিমেন্ট, জাহাজ নির্মাণ শিল্প ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন শিল্প উপদেষ্টা।

চিনিশিল্পের উন্নয়নে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ করবে বাংলাদেশ-পাকিস্তান

আপডেট সময় ০২:২৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

 

দুই দেশের চিনিশিল্পের উন্নয়নে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করার বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘‘বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।’’

বাংলাদেশে চিনি, চামড়া, সিমেন্ট, জাহাজ নির্মাণ শিল্প ও কৃষির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন শিল্প উপদেষ্টা।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী দুই দেশের শিল্পের উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের আগ্রহ আছে বলে জানান।

এতে অন্যদের মধ্যে ঢাকায় পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার, শিল্প সচিব ওবায়দুর রহমান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

 

 

মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম