এ নতুন মডেলটির রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও আরও শক্তিশালী এজেন্ট ফিচার। ফলে দ্রুত চিন্তা করতে ও আরও স্মার্টভাবে কাজ করতে পারবে মডেলটি।
উন্নত সংস্করণের এআই মডেল আনল ডিপসিক

- আপডেট সময় ০২:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ২ বার পড়া হয়েছে
নতুন ও উন্নত সংস্করণের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল উন্মোচন করেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক।
বৃহস্পতিবার উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে ডিপসিক বলেছে, ‘ডিপসিক-ভি৩.১’ নামের নতুন এক উন্নত সংস্করণের এআই মডেল প্রকাশ করেছে তারা। এ নতুন মডেলটির রয়েছে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও আরও শক্তিশালী এজেন্ট ফিচার। ফলে আগের সংস্করণের চেয়ে দ্রুত ‘চিন্তা করতে’ ও আরও স্মার্টভাবে কাজ করতে পারে নতুন এ মডেলটি।
বিবৃতিতে আরও উল্লেখ রয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে এই মডেলের এপিআই ব্যবহারের খরচেও পরিবর্তন আসবে। এপিআই এমন এক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ডিপসিকের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিজেদের পণ্য বা সেবার সঙ্গে যোগ করতে পারবেন অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইট নির্মাতারা।
এর আগে, মে মাসের শেষে চুপিসারেই নিজেদের যুক্তিনির্ভর এআই মডেলের উন্নত সংস্করণ প্রকাশ করেছিল ডিপসিক।
ওইসময় এ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও ডিপসিক নিজেদের ‘আর১’ নামের মডেলটির আপগ্রেডেড সংস্করণ এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এ প্রকাশ করেছিল স্টার্টআপটি।
এ বছরের শুরতে কম খরচে ও দ্রুত এআই মডেল তৈরির কারণে বিশ্ব বাজারে হৈ চৈ ফেলেছিল ডিপসিক।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম