ফিচারটি শুধু ডকুমেন্ট যিনি লিখবেন তার জন্য নয়, যারা এটি পড়বেন তারাও শেয়ার করা ফাইল এআই জেনারেটেডেট অডিও শুনতে পারবেন।
গুগল ডকসে এখন ডকুমেন্টের অডিও বানিয়ে দেবে জেমিনাই

- আপডেট সময় ০২:৫১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
গুগল ডকস এখন জেমিনাই এআই ব্যবহার করে যেকোনো ডকুমেন্টের অডিও ভার্সন তৈরি করে দেবে।
এক ঘোষণায় গুগল বলছে, ব্যবহারকারীরা চাইলে জেমিনাই এআই এর ভয়েস আউটপুট নিজের মত করে পরিবর্তন করতে পারবেন। ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর ও প্লেব্যাক স্পিড বেছে নেওয়ার সুযোগ থাকবে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ লিখেছে, ফিচারটি শুধু ডকুমেন্ট যিনি লিখবেন তার জন্য নয়, যারা এটি পড়বেন তারাও শেয়ার করা ফাইলের এআই জেনারেটেডেট অডিও শুনতে পারবেন। এরজন্য প্রথমে মেনু থেকে ‘টুল’ এরপর ‘অডিও’, সেখান থেকে ‘লিসন টু দিস ট্যাব’ নির্বাচন করতে হবে।
লেখক চাইলে ‘ইনসার্ট’ এরপর ‘অডিও’ থেকে সরাসরি একটি কাস্টমাইজএবল অডিও বাটন যোগ করতে পারবেন। পাঠকরা ওই বাটন ক্লিক করলেই এর অডিও ভার্সন শুনতে পাবেন।
চলতি বছরের এপ্রিলে গুগল ঘোষণা করেছিল, ডকুমেন্টকে এআই পডকাস্টে রূপান্তর করার সুবিধা আসছে। তবে নতুন এ ফিচারটি আরও কার্যকর হতে পারে। বিশেষ করে যদি কেবল নিজের লেখা ডকুমেন্ট শোনার প্রয়োজন হয়।
ফিচারটি আপাতত কেবল ইংরেজি ভাষায় এবং ডেস্কটপ ডিভাইসেই ব্যবহার করা যাচ্ছে।
গুগল বলছে, গুগল ডকস-এ অডিও ফিচার ধাপে ধাপে চালু করা হচ্ছে। ওয়ার্কস্পেস বিজনেস, এন্টারপ্রাইজ ও এডুকেশন প্ল্যানের ব্যবহারকারীরা এটি পাবেন। পাশাপাশি এআই প্রো এবং আল্ট্রা সাবস্ক্রিপশনধারীরাও এ সুবিধা ভোগ করতে পারবেন।
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম