১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
নতুন ফিচারের মধ্যে রয়েছে ‘টেস্ট ম্যাচ প্লেলিস্ট’। এটি একাধিক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী মিল থাকা গানগুলোকে একত্রিত করে একটি প্লেলিস্ট তৈরি হবে।

নতুন ফিচার এনে প্রতিষ্ঠার দশকপূর্তি ইউটিউব মিউজিকের

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৩:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

ইউটিউবের মিউজিক সেবা সময়ের সঙ্গে বাড়ছে। ছবি: গুগল

 

প্রতিষ্ঠার এক দশক পার করল জনপ্রিয় গান শোনার অ্যাপ ‘ইউটিউব মিউজিক’। এ উপলক্ষে নতুন বেশকিছু ফিচার চালু করছে এর মালিক কোম্পানি ইউটিউব। ফিচারগুলো অ্যাপটির প্রতিদ্বন্দ্বী স্পটিফাই-এর সঙ্গে প্রতিযোগিতায় সাহায্য করবে।

নতুন ফিচারের মধ্যে রয়েছে ‘টেস্ট ম্যাচ প্লেলিস্ট’। এটি একাধিক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী মিল থাকা গানগুলোকে একত্রিত করে একটি প্লেলিস্ট তৈরি হবে। অনেকটা স্পটিফাই-এর ‘ব্লেন্ড’ ফিচারের মতো।

এ ছাড়া অ্যাপটি এখন থেকে ব্যবহারকারীদের নতুন গান প্রকাশ, মার্চেন্ডাইজ ও কনসার্টের নোটিফিকেশন দেবে। এ উদ্দেশ্যে ইউটিউব ব্যান্ডসইনটাউন-এর সঙ্গে পার্টনারশিপ করেছে, ফলে ব্যবহারকারীরা ইউটিউবের ভিডিও ও শর্টস দেখার সময় কাছাকাছি থাকা কনসার্টও খুঁজে পেতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

এই সংযোজনগুলো একদিকে ইউটিউব মিউজিককে স্পটিফাইয়ের সঙ্গে পাল্লা দিতে সাহায্য করবে অন্যদিকে ব্যাজ ও মন্তব্য করার মতো ফিচারের মাধ্যমে সেবাটিকে আরও সামাজিক নেটওয়ার্কধর্মী করে তুলবে।

একই সঙ্গে কোম্পানিটি তাদের মিউজিক ক্যাটালগ সম্পর্কিত নতুন তথ্যও প্রকাশ করেছে। বর্তমানে ইউটিউব মিউজিকে ৩০ কোটির বেশি ট্র্যাক রয়েছে। এর মধ্যে স্টুডিও রেকর্ডিং, লাইভ পারফরম্যান্স, রিমিক্স ও কাভারও রয়েছে।

এ তুলনায়, স্পটিফাইয়ের ক্যাটালগে রয়েছে ১০ কোটির বেশি ট্র্যাক। ইউটিউব আরও বলছে, তাদের মিউজিক সেবায় রয়েছে চারশ কোটির বেশি ইউজার-জেনারেটেড প্লেলিস্ট, যার মধ্যে প্রায় একশ ৮০ কোটি সবার জন্য উন্মুক্ত।

নতুন ‘টেস্ট ম্যাচ’ প্লেলিস্টের মাধ্যমে ইউটিউব মিউজিক ব্যবহারকারীরা নিজেদের গানের আগ্রহ একসঙ্গে করে একটি যৌথ প্লেলিস্ট তৈরি করতে পারবেন, যা প্রতিদিন নতুনভাবে আপডেটেড হবে এবং এতে যুক্ত থাকা সবার গানের পছন্দের ভিত্তিতে নতুন গান যুক্ত হবে।

এ ছাড়া ইউটিউব মিউজিক এখন থেকে অ্যালবাম ও প্লেলিস্টে সরাসরি মন্তব্য করার সুযোগ দিচ্ছে, যেন গান শোনার অভিজ্ঞতা ‘আরও সামাজিক’ হয়ে ওঠে। ভক্তরা এখানে ‘ফার্স্ট টু ওয়াচ’ বা ‘টপ লিসেনার’ এমন ধরনের লয়্যালটি ব্যাজ অর্জন করতে পারবেন। ভবিষ্যতে আরও ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউটিউবের।

অন্যদিকে শিল্পী ও ব্যান্ডরা তাদের মিউজিক ভিডিওর ভিউ সংখ্যা অনুযায়ী মাইলস্টোন ছুঁতে পারবেন যেমন এক লাখ, ১০ লাখ কিংবা একশ কোটি ভিউ।

ইউটিউবের মিউজিক সেবা সময়ের সঙ্গে বাড়ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউটিউব মিউজিক এবং ইউটিউব প্রিমিয়াম মিলিয়ে যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ১০ কোটি ২০২৫ এর মার্চে তা বেড়ে সাড়ে ১২ কোটির বেশি হয়েছে।

 

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

নতুন ফিচারের মধ্যে রয়েছে ‘টেস্ট ম্যাচ প্লেলিস্ট’। এটি একাধিক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী মিল থাকা গানগুলোকে একত্রিত করে একটি প্লেলিস্ট তৈরি হবে।

নতুন ফিচার এনে প্রতিষ্ঠার দশকপূর্তি ইউটিউব মিউজিকের

আপডেট সময় ০৩:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

প্রতিষ্ঠার এক দশক পার করল জনপ্রিয় গান শোনার অ্যাপ ‘ইউটিউব মিউজিক’। এ উপলক্ষে নতুন বেশকিছু ফিচার চালু করছে এর মালিক কোম্পানি ইউটিউব। ফিচারগুলো অ্যাপটির প্রতিদ্বন্দ্বী স্পটিফাই-এর সঙ্গে প্রতিযোগিতায় সাহায্য করবে।

নতুন ফিচারের মধ্যে রয়েছে ‘টেস্ট ম্যাচ প্লেলিস্ট’। এটি একাধিক ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী মিল থাকা গানগুলোকে একত্রিত করে একটি প্লেলিস্ট তৈরি হবে। অনেকটা স্পটিফাই-এর ‘ব্লেন্ড’ ফিচারের মতো।

এ ছাড়া অ্যাপটি এখন থেকে ব্যবহারকারীদের নতুন গান প্রকাশ, মার্চেন্ডাইজ ও কনসার্টের নোটিফিকেশন দেবে। এ উদ্দেশ্যে ইউটিউব ব্যান্ডসইনটাউন-এর সঙ্গে পার্টনারশিপ করেছে, ফলে ব্যবহারকারীরা ইউটিউবের ভিডিও ও শর্টস দেখার সময় কাছাকাছি থাকা কনসার্টও খুঁজে পেতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

এই সংযোজনগুলো একদিকে ইউটিউব মিউজিককে স্পটিফাইয়ের সঙ্গে পাল্লা দিতে সাহায্য করবে অন্যদিকে ব্যাজ ও মন্তব্য করার মতো ফিচারের মাধ্যমে সেবাটিকে আরও সামাজিক নেটওয়ার্কধর্মী করে তুলবে।

একই সঙ্গে কোম্পানিটি তাদের মিউজিক ক্যাটালগ সম্পর্কিত নতুন তথ্যও প্রকাশ করেছে। বর্তমানে ইউটিউব মিউজিকে ৩০ কোটির বেশি ট্র্যাক রয়েছে। এর মধ্যে স্টুডিও রেকর্ডিং, লাইভ পারফরম্যান্স, রিমিক্স ও কাভারও রয়েছে।

এ তুলনায়, স্পটিফাইয়ের ক্যাটালগে রয়েছে ১০ কোটির বেশি ট্র্যাক। ইউটিউব আরও বলছে, তাদের মিউজিক সেবায় রয়েছে চারশ কোটির বেশি ইউজার-জেনারেটেড প্লেলিস্ট, যার মধ্যে প্রায় একশ ৮০ কোটি সবার জন্য উন্মুক্ত।

নতুন ‘টেস্ট ম্যাচ’ প্লেলিস্টের মাধ্যমে ইউটিউব মিউজিক ব্যবহারকারীরা নিজেদের গানের আগ্রহ একসঙ্গে করে একটি যৌথ প্লেলিস্ট তৈরি করতে পারবেন, যা প্রতিদিন নতুনভাবে আপডেটেড হবে এবং এতে যুক্ত থাকা সবার গানের পছন্দের ভিত্তিতে নতুন গান যুক্ত হবে।

এ ছাড়া ইউটিউব মিউজিক এখন থেকে অ্যালবাম ও প্লেলিস্টে সরাসরি মন্তব্য করার সুযোগ দিচ্ছে, যেন গান শোনার অভিজ্ঞতা ‘আরও সামাজিক’ হয়ে ওঠে। ভক্তরা এখানে ‘ফার্স্ট টু ওয়াচ’ বা ‘টপ লিসেনার’ এমন ধরনের লয়্যালটি ব্যাজ অর্জন করতে পারবেন। ভবিষ্যতে আরও ব্যাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইউটিউবের।

অন্যদিকে শিল্পী ও ব্যান্ডরা তাদের মিউজিক ভিডিওর ভিউ সংখ্যা অনুযায়ী মাইলস্টোন ছুঁতে পারবেন যেমন এক লাখ, ১০ লাখ কিংবা একশ কোটি ভিউ।

ইউটিউবের মিউজিক সেবা সময়ের সঙ্গে বাড়ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউটিউব মিউজিক এবং ইউটিউব প্রিমিয়াম মিলিয়ে যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ছিল ১০ কোটি ২০২৫ এর মার্চে তা বেড়ে সাড়ে ১২ কোটির বেশি হয়েছে।

 

 

প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম