১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
মহাখালী থেকে তেজগাঁও এলাকার সাত রাস্তা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চাপ পড়ে আশেপাশের সড়কে।

হঠাৎ কারখানা বন্ধ: সাড়ে তিন ঘণ্টা অবরোধের পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

মোহাম্মদ আলিমুজ্জামান - বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৩:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

 

আগে থেকে না জানিয়ে তেজগাঁও শিল্পনাঞ্চলের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সকাল থেকে অবরোধ করে রাখার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সড়ক থেকে সরে গেছেন শ্রমিকরা।

রোববার সকাল ১০টার পরে ‘পশ’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিব্বত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ কারণে মহাখালী থেকে তেজগাঁও এলাকার সাত রাস্তা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর প্রায় পৌনে ২টার দিকে মালিকপক্ষের সাথে বৈঠকের আশ্বাস পেয়ে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। যানবাহন চলাচল আবার শুরু হয়ে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, কোন নোটিস ছাড়াই কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তাদের বোঝানোর পরেও রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানান। তাদের দাবি নিয়মমাফিক দেনা পাওনা শোধ করে তারপর কারাখানা বন্ধ করতে হবে।

ওসি বলেন, শ্রমিকরা নিজেদের দাবিতে অটল থাকায় তাদের তাৎক্ষণিকভাবে সড়ক থেকে সরানো যায়নি। পরে কারাখানার মালিকসহ বিভিন্ন জনের সাথে কথা বলে রোববার এ নিয়ে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হলে তারা আশ্বস্ত হন। এরপরেই তারা সড়ক থেকে সরে কারখানার সামনে চলে যান।

রোববার বেলা ৩টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা বলেন, দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর ফলে আশেপাশের সড়কগুলোতে যানবাহনে চাপ বাড়ে।

বিক্ষোভের সময় ট্রাফিকের গুলশান বিভাগ রাস্তা বন্ধ থাকার বিষয়টি তুলে ধরে তাদের ফেইসবুক পেইজে পোস্ট দেয় এবং ওই পথ এড়িয়ে ভিন্ন পথে চলার পরামর্শ দেয়। শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেওয়ার পর সে বার্তাও দিয়ে আরেকটি পোস্ট দেওয়া হয়।

 

 

মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

মহাখালী থেকে তেজগাঁও এলাকার সাত রাস্তা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চাপ পড়ে আশেপাশের সড়কে।

হঠাৎ কারখানা বন্ধ: সাড়ে তিন ঘণ্টা অবরোধের পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

আপডেট সময় ০৩:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

 

আগে থেকে না জানিয়ে তেজগাঁও শিল্পনাঞ্চলের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সকাল থেকে অবরোধ করে রাখার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সড়ক থেকে সরে গেছেন শ্রমিকরা।

রোববার সকাল ১০টার পরে ‘পশ’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিব্বত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ কারণে মহাখালী থেকে তেজগাঁও এলাকার সাত রাস্তা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর প্রায় পৌনে ২টার দিকে মালিকপক্ষের সাথে বৈঠকের আশ্বাস পেয়ে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। যানবাহন চলাচল আবার শুরু হয়ে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন বলেন, কোন নোটিস ছাড়াই কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তাদের বোঝানোর পরেও রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানান। তাদের দাবি নিয়মমাফিক দেনা পাওনা শোধ করে তারপর কারাখানা বন্ধ করতে হবে।

ওসি বলেন, শ্রমিকরা নিজেদের দাবিতে অটল থাকায় তাদের তাৎক্ষণিকভাবে সড়ক থেকে সরানো যায়নি। পরে কারাখানার মালিকসহ বিভিন্ন জনের সাথে কথা বলে রোববার এ নিয়ে বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হলে তারা আশ্বস্ত হন। এরপরেই তারা সড়ক থেকে সরে কারখানার সামনে চলে যান।

রোববার বেলা ৩টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

পুলিশ কর্মকর্তা বলেন, দীর্ঘ সময় রাস্তা বন্ধ থাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এর ফলে আশেপাশের সড়কগুলোতে যানবাহনে চাপ বাড়ে।

বিক্ষোভের সময় ট্রাফিকের গুলশান বিভাগ রাস্তা বন্ধ থাকার বিষয়টি তুলে ধরে তাদের ফেইসবুক পেইজে পোস্ট দেয় এবং ওই পথ এড়িয়ে ভিন্ন পথে চলার পরামর্শ দেয়। শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেওয়ার পর সে বার্তাও দিয়ে আরেকটি পোস্ট দেওয়া হয়।

 

 

মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম