পাকিস্তানে পুলিশ ভ্যানে বোমা হামলা, নিহত ৯
- আপডেট সময় ০৭:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ২২৬ বার পড়া হয়েছে
পাকিস্তানে পুলিশ ভ্যানে বোমা হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন পুলিশ। সোমবার (৬ মার্চ) দুপুরে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলানের কাম্ব্রি সেতুর কাছে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলা হচ্ছে। হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অব্স্থা আশঙ্কাজনক।
পুলিশ বলছে, হামলাকারী একটি মোটরসাইকেল করে এসে বিস্ফোরণ ঘটায়। হামলার পর বোম্ব ডিসপোজাল ইউনিট ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চলছে। এদিকে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেনজো জানান, সন্ত্রাসীরা হামলার মাধ্যমে তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জন করতে চায়। তবে তা কোনোভাবে সম্ভব হবে না।











