০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
রেয়াল ওভেইদোর বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, অন্যটি ভিনিসিউস জুনিয়র।

এমবাপে-ভিনিসিউসের গোলে রেয়াল মাদ্রিদের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / ৩৩ বার পড়া হয়েছে

জোড়া গোলে রেয়াল মাদ্রিদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

 

গত মৌসুম যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন কিলিয়ান এমবাপে। চমৎকার সব ফিনিশিংয়ে গড়ে দিচ্ছেন ম্যাচের ভাগ্য। এবার জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তার একটি গোলে অবদান রাখা ভিনিসিউস জুনিয়রও পেয়েছেন জালের দেখা। দাপুটে পারফরম্যান্সে রেয়াল ওভেইদোকে উড়িয়ে দিয়েছে রেয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগায় ৩-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল।

সেরা কম্বিনেশন বেছে নিতে সবাইকে দেখে নেওয়ার লক্ষ্যেই হয়তো শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন রেয়াল কোচ আলোন্সো। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আগের ম্যাচের পুরোটা সময় বেঞ্চে থাকা রদ্রিগো ফেরেন শুরুর একাদশে। সেখানে তার সঙ্গী অধিনায়ক দানি কার্ভাহাল ও আন্টোনিও রুডিগার। জায়গা হারান ভিনিসিউস, ব্রাহিম দিয়াস, এদের মিলিতাও ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

২৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা ওভেইদোর বিপক্ষে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রেয়াল। নিজের পছন্দের জায়গা বাম প্রান্তে খেলার সুযোগ পাওয়া রদ্রিগো অবশ্য পরাস্ত করতে পারেননি স্বাগতিক গোলরক্ষক আরন এস্কান্দেলকে।

বল দখল ও আক্রমণে অনেক এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল রেয়াল। বেশিরভাগ সময় রক্ষণে ব্যস্ত থাকলেও গতিময় পাল্টা আক্রমণে সফরকারীদের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করছিল ওভেইদো।

ম্যাচে রেয়াল প্রথম সেরা সুযোগ পায় ৩৬তম মিনিটে। গতি ও পায়ের কারিকুরিতে বাম দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শট নেন রদ্রিগো, ঝাঁপিয়ে কোনোমতে ফেরান গোলরক্ষক। ফিরতি বলে মাস্তানতুয়োনোর শট একজনের পায়ে লাগার পর ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে শট নেন আর্দা গিলের, সেটা গোললাইন থেকে ক্লিয়ার করেন একজন।

এর দুই মিনিট পর এগিয়ে যায় রেয়াল। চমৎকার স্লাইডে বল কেড়ে নেন অহেলিয়া চুয়ামেনি। তার কাছ থেকে বল পেয়ে গিলের খুঁজে নেন এমবাপেকে। দারুণ রিসিভে বল নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি এস্কান্দেল।

দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৮ ম‍্যাচে গোল করল রেয়াল।

টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। ওসাসুনার বিপক্ষে রেয়ালের জয় এসেছিল তার গোলেই।

খেলার গতিতে পরিবর্তন আনতে দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন আলোন্সো। রদ্রিগো ও মাস্তানতুয়োনোর জায়গায় আসেন ভিনিসিউস ও দিয়াস।

৬৬তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব‍্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি ফেদে ভালভের্দে। পেনাল্টি স্পটের কাছ থেকে তার শট কোনোমতে হাত ছুঁয়ে পোস্টের পাশ দিয়ে পাঠান এস্কান্দেল।

৮৩তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করে রেয়াল। মাঝমাঠে চমৎকার চ‍্যালেঞ্জে বল কেড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যান ভিনিসিউস। ওভেইদোর কয়েকজনকে এগিয়ে আসতে দেখে নিজে শট না নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন এমবাপেকে। দূরের পোস্ট দিয়ে আরেকটি চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান ফরাসি অধিনায়ক।

দুই মিনিট পর হ‍্যাটট্রিক হয়েই যেত এমবাপের। কিন্তু চমৎকার রিফ্লেক্সে ঝাঁপিয়ে তার গতিময় শট ঠেকিয়ে দেন ওভেইদো গোলরক্ষক। এরপর আর চেষ্টার সুযোগ পাননি এমবাপে, তাকে তুলে নেন রেয়াল কোচ।

৮৮তম মিনিটে ব‍্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন হাইসেম হাসান। তবে তার শট ব‍্যর্থ করে দেন থিবো কোর্তোয়া।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পান ভিনিসিউস। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে অনায়াসে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আসরে এটাই তার প্রথম গোল। ম‍্যাচ শেষ হয় সেখানেই।

দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তিনে রেয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল ও দুইয়ে বার্সেলোনা।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

রেয়াল ওভেইদোর বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, অন্যটি ভিনিসিউস জুনিয়র।

এমবাপে-ভিনিসিউসের গোলে রেয়াল মাদ্রিদের টানা দ্বিতীয় জয়

আপডেট সময় ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

 

গত মৌসুম যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন কিলিয়ান এমবাপে। চমৎকার সব ফিনিশিংয়ে গড়ে দিচ্ছেন ম্যাচের ভাগ্য। এবার জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে বদলি নেমে তার একটি গোলে অবদান রাখা ভিনিসিউস জুনিয়রও পেয়েছেন জালের দেখা। দাপুটে পারফরম্যান্সে রেয়াল ওভেইদোকে উড়িয়ে দিয়েছে রেয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগায় ৩-০ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল।

সেরা কম্বিনেশন বেছে নিতে সবাইকে দেখে নেওয়ার লক্ষ্যেই হয়তো শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন রেয়াল কোচ আলোন্সো। প্রথমবার শুরুর একাদশে সুযোগ পান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আগের ম্যাচের পুরোটা সময় বেঞ্চে থাকা রদ্রিগো ফেরেন শুরুর একাদশে। সেখানে তার সঙ্গী অধিনায়ক দানি কার্ভাহাল ও আন্টোনিও রুডিগার। জায়গা হারান ভিনিসিউস, ব্রাহিম দিয়াস, এদের মিলিতাও ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

২৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা ওভেইদোর বিপক্ষে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রেয়াল। নিজের পছন্দের জায়গা বাম প্রান্তে খেলার সুযোগ পাওয়া রদ্রিগো অবশ্য পরাস্ত করতে পারেননি স্বাগতিক গোলরক্ষক আরন এস্কান্দেলকে।

বল দখল ও আক্রমণে অনেক এগিয়ে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল রেয়াল। বেশিরভাগ সময় রক্ষণে ব্যস্ত থাকলেও গতিময় পাল্টা আক্রমণে সফরকারীদের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করছিল ওভেইদো।

ম্যাচে রেয়াল প্রথম সেরা সুযোগ পায় ৩৬তম মিনিটে। গতি ও পায়ের কারিকুরিতে বাম দিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শট নেন রদ্রিগো, ঝাঁপিয়ে কোনোমতে ফেরান গোলরক্ষক। ফিরতি বলে মাস্তানতুয়োনোর শট একজনের পায়ে লাগার পর ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে শট নেন আর্দা গিলের, সেটা গোললাইন থেকে ক্লিয়ার করেন একজন।

এর দুই মিনিট পর এগিয়ে যায় রেয়াল। চমৎকার স্লাইডে বল কেড়ে নেন অহেলিয়া চুয়ামেনি। তার কাছ থেকে বল পেয়ে গিলের খুঁজে নেন এমবাপেকে। দারুণ রিসিভে বল নিয়ন্ত্রণে নিয়ে সঙ্গে লেগে থাকা দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি এস্কান্দেল।

দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৮ ম‍্যাচে গোল করল রেয়াল।

টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এমবাপে। ওসাসুনার বিপক্ষে রেয়ালের জয় এসেছিল তার গোলেই।

খেলার গতিতে পরিবর্তন আনতে দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন আলোন্সো। রদ্রিগো ও মাস্তানতুয়োনোর জায়গায় আসেন ভিনিসিউস ও দিয়াস।

৬৬তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব‍্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি ফেদে ভালভের্দে। পেনাল্টি স্পটের কাছ থেকে তার শট কোনোমতে হাত ছুঁয়ে পোস্টের পাশ দিয়ে পাঠান এস্কান্দেল।

৮৩তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করে রেয়াল। মাঝমাঠে চমৎকার চ‍্যালেঞ্জে বল কেড়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যান ভিনিসিউস। ওভেইদোর কয়েকজনকে এগিয়ে আসতে দেখে নিজে শট না নিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন এমবাপেকে। দূরের পোস্ট দিয়ে আরেকটি চমৎকার ফিনিশিংয়ে বল জালে পাঠান ফরাসি অধিনায়ক।

দুই মিনিট পর হ‍্যাটট্রিক হয়েই যেত এমবাপের। কিন্তু চমৎকার রিফ্লেক্সে ঝাঁপিয়ে তার গতিময় শট ঠেকিয়ে দেন ওভেইদো গোলরক্ষক। এরপর আর চেষ্টার সুযোগ পাননি এমবাপে, তাকে তুলে নেন রেয়াল কোচ।

৮৮তম মিনিটে ব‍্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন হাইসেম হাসান। তবে তার শট ব‍্যর্থ করে দেন থিবো কোর্তোয়া।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পান ভিনিসিউস। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে অনায়াসে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আসরে এটাই তার প্রথম গোল। ম‍্যাচ শেষ হয় সেখানেই।

দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে তিনে রেয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে গোলের হিসেবে এগিয়ে শীর্ষে ভিয়ারিয়াল ও দুইয়ে বার্সেলোনা।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম