দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

- আপডেট সময় ০৮:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
সিডনি ও মেলবোর্নের শহরে ইহুদি-বিদ্বেষী হামলার অভিযোগে ইরানকে দায়ী করে দেশটির রাষ্ট্রদূত আহমাদ সাদেঘিকে সাত দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে সরকার।
রয়টার্স লিখেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। সাদেঘির সঙ্গে তিন ইরানি কর্মকর্তাকেও বহিস্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন’ (এএসআইও) বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহ করেছে যে, ইরান অন্তত দুটি হামলা পরিচালনা করেছে।
“এগুলো ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি রাষ্ট্র পরিচালিত বিপজ্জনক ও বিস্ময়কর আগ্রাসনমূলক তৎপরতা। এ হামলা ছিল আমাদের সমাজে বিভাজন তৈরি ও সামাজিক সংহতি দুর্বল করার প্রচেষ্টা।”
গতবছর সিডনির কোশের রেস্তোরাঁ এবং মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কেউ হতাহত না হলেও অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, ইরান এসব ঘটনায় নিজেদের সম্পৃক্ততা আড়াল করার চেষ্টা করেছে। ইরান অস্ট্রেলিয়ায় আরও হামলার নির্দেশ দিয়েছিল- এমন ধারণাও নিরাপত্তা সংস্থা প্রকাশ করেছে বলে জানান তিনি।
আলবানিজ জানান, এরই মধ্যে অস্ট্রেলিয়া তেহরানে নিজেদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং তাদের সব কূটনীতিক তৃতীয় দেশে নিরাপদে আছেন।
অস্ট্রেলিয়া একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থার মহাপরিচালক মাইক বার্জেস বলেন, “আইআরজিসি স্থানীয় অপরাধী গোষ্ঠী ও সংগঠিত অপরাধচক্রকে দিয়ে এসব অপরাধ করাচ্ছিল। তারা সরাসরি কাজ না করে অপরাধীদের কাজে লাগাচ্ছিল।”
প্রতিক্রিয়া ও কূটনৈতিক টানাপড়েন:
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “অস্ট্রেলিয়ার ইরানি রাষ্ট্রদূত বহিস্কারের সিদ্ধান্ত অভ্যন্তরীন কারণে নেওয়া হয়েছে। ইরানি সংস্কৃতিতে ইহুদি-বিদ্বেষের কোনও স্থান নেই।” তবে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলেও ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের দূতাবাস অস্ট্রেলিয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। “ইরানের শাসন শুধু ইসরায়েল বা ইহুদিদের জন্য নয়, সমগ্র মুক্ত বিশ্বের জন্য হুমকি,” দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়।
অস্ট্রেলিয়ার ইহুদি সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি (ইসিএজে)-এর সভাপতি ড্যানিয়েল আগিয়ান বলেন,“এগুলো ছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইহুদি অস্ট্রেলীয়দের লক্ষ্য করে চালানো হামলা। এ হামলা একটি পবিত্র উপাসনালয় ধ্বংস করেছে, মিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং আমাদের সম্প্রদায়কে আতঙ্কিত করেছে।”
অগ্নিসংযোগ হামলার তদন্ত:
মেলবার্নের রিপনলিয়ায় সিনাগগে হামলার ঘটনায় দুইজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ বলছে, তিনজন ভেতরে ঢুকে আগুন লাগিয়েছিল। এ ঘটনায় জব্দ হওয়া ইলেকট্রনিক যন্ত্রের তথ্য আদালতে উপস্থাপন করা হবে।
সিডনির বন্ডি এলাকায় কোশের রেস্তোরাঁ ‘লুইস কন্টিনেন্টাল কিচেন’ গত বছর আগুনে পুড়ে যায়। এক ব্যক্তিকে জানুয়ারিতে গ্রেপ্তার করা হলেও তিনি আদালতে অভিযোগ অস্বীকার করে জামিনে মুক্তি পেয়েছেন।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম