মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ৫০৯ জন, বাছাইয়ে বাদ পড়েছেন ৩৮ জন।
ডাকসু নির্বাচন: ২৮ পদে লড়বেন ৪৭১ জন

- আপডেট সময় ০৮:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের আশেপাশে লাগানো ব্যানার বুধবার সরিয়ে ফেলে ডাকসু নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮ পদে প্রার্থী হয়েছেন মোট ৪৭১ জন।
এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করছেন সর্বাধিক ৪৫ জন। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী হয়েছেন।
তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন মঙ্গলবার ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিম উদ্দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচন-২০২২৫ এ সর্বমোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তার দেওয়া তথ্যমতে, ডাকসুর ২৮ পদের শীর্ষ তিন পদ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯; গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন; ক্রীড়া সম্পাদক পদে ১৩; ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২; সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫; মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রার্থী হয়েছেন। এ ছাড়া ১৩ সদস্য পদের বিপরীতে লড়বেন ২১৭ জন।
গেল ১৯ অগাস্ট মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ৩৮ জন বাছাইয়ে বাদ পড়েন।
চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ভিপি-জিএসসহ সম্পাদকীয় ১৫টি পদের একটি ছাড়া বাকিগুলোতে ৬২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আন্তর্জাতিক ও ছাত্র পরিবহন সম্পাদক পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হননি।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন, এজিএস পদে চারজন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে দুইজন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একজন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নয়জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে তিনজন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে দুইজন, সমাজসেবা সম্পাদক পদে একজন, ক্রীড়া সম্পাদক পদে একজন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তিনজন, সাহিত্য ও সংস্কৃতিক পদে দুইজন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে তিনজন ভোটের জন্য লড়বেন।
এছাড়া ১৩টি সদস্য পদে ২৫ জন নারী শিক্ষাথী প্রার্থী হয়েছে।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এবার ৮ ভোট কেন্দ্রে ভোট দেবেন শিক্ষার্থীরা। তবে ৩৭ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য ৮ ভোট কেন্দ্র পর্যাপ্ত নয় বলে মনে করছে বিভিন্ন প্যানেল।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, “আমরা এর আগে ভোট কেন্দ্রগুলো ভিজিট করেছি, তারপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি। সব ভোট কেন্দ্র হিসাব-নিকাশ করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন পর্যন্ত মনে করি, এটা পর্যাপ্ত। সামনে যদি প্রয়োজন মনে হয়। আমরা ব্যবস্থা করবো।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম