আর্সেনালে যোগ দেওয়া স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশকেও বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচের দলে রেখেছেন সুইডেন কোচ।
ক্লাবের সঙ্গে দ্বন্দ্বের মাঝে জাতীয় দলে ইসাক

- আপডেট সময় ০৮:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
দলবদলের ইচ্ছা নিয়ে দ্বন্দ্বে ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে ব্রাত্য হয়ে পড়া আলেকসান্দার ইসাককে জাতীয় দলে ডেকেছেন সুইডেন কোচ ইয়ন ডেল টমাসন। ২৫ বছর বয়সী স্ট্রাইকারকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন তিনি।
গত মৌসুমে নিউক্যাসলের হয়ে দারুণ পারফর্ম করা ইসাককে নিয়ে ক্লাবের দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরেই। এবার গোটা প্রাক-মৌসুমে দলের সঙ্গে ছিলেন না তিনি। যেতে চান তিনি লিভারপুলে। অ্যানফিল্ডের দলটি নাকি সম্প্রতি ১১ কোটি পাউন্ডের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু তা ফিরিয়ে দেয় নিউক্যাসল।
পরে সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্লাবের বিরুদ্ধে পূর্বে দেওয়া কথা না রাখার অভিযোগ করেন ইসাক। পাল্টা প্রতিক্রিয়ায় নিউক্যাসল দাবি করে, ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই খেলোয়াড়কে বিক্রি করে দেওয়ার কোনো ‘অঙ্গীকার’ তারা কখনও করেনি।
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের প্রথম দুই ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয়নি। ক্লাবের সঙ্গে অনুশীলনও করছেন না তিনি।
আগামী মাসে স্লোভেনিয়া ও কসোভোর বিপক্ষে ম্যাচের জন্য বুধবার ২৪ সদস্যের দল ঘোষণার পর সুইডেন কোচ টমাসন বললেন, বর্তমান পরিস্থিতি ইসাকের জন্য আদর্শ নয়।
“প্রথমত, এটা আদর্শ পরিস্থিতি নয়। এমনিতে খেলোয়াড়ের ক্লাবের সঙ্গে অনুশীলন করা ও খেলা উচিত।”
গ্রীষ্মের দলবদলে আর্সেনালে যোগ দেওয়া স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশকেও দলে রেখেছেন সুইডেন কোচ। চোটের কারণে জায়গা পাননি টটেনহ্যাম হটস্পারের উইঙ্গার দেইয়ান কুলুসেভস্কি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর এখনও কোনো ক্লাবে যোগ না দেওয়া অধিনায়ক ভিক্টর লিন্ডেলফকে দলে রাখেননি কোচ।
২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপে আগামী ৫ সেপ্টেম্বর স্লোভেনিয়ার মাঠে ও এর তিন দিন পর কসোভোর মাঠে খেলবে সুইডেন।
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম