অক্সফোর্ডের ‘নাফিল্ড মেডিসিন’ বিভাগের দলটিকে সরকারি প্রকল্পের অংশ হিসেবে ১০ হাজার ঘণ্টা ধরে একটি সুপার কম্পিউটার ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য।
ক্যান্সারের টিকা গবেষণায় সাহায্য করবে এআই সুপার কম্পিউটার

- আপডেট সময় ০৫:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
ক্যান্সারের জন্য নতুন ভ্যাকসিন তৈরি করছেন এমন গবেষকদেরকে যুক্তরাজ্যের এক শক্তিশালী এআই সুপারকম্পিউটার ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সরকার। এ সুপারকম্পিউটার তাদের গবেষণা আরও দ্রুত এবং কার্যকর করতে সাহায্য করবে।
যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’-এর ‘নাফিল্ড মেডিসিন’ বিভাগের দলটিকে সরকারি প্রকল্পের অংশ হিসেবে ১০ হাজার ঘণ্টা ধরে ‘ডন’ নামের সুপার কম্পিউটারটি ব্যবহারের অনুমতি মিলবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ সুপার কম্পিউটারের মাধ্যমে ক্যান্সার রোগীদের কাছ থেকে সংগ্রহ করা হাজার হাজার ডেটা সেট বিশ্লেষণ করে বিভিন্ন ক্যান্সারের প্যাটার্ন বা ধরন শনাক্তের চেষ্টা করবে মেডিসিন বিভাগটি।
এ প্রকল্পে নেতৃত্বে রয়েছেন ড. লেনার্ড লি। তিনি বলেছেন, “বিষয়টি বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও এটিই এখন বাস্তবতা। এখন ২০২৫ সাল, এরইমধ্যে এ প্রযুক্তি আমাদের হাতে চলে এসেছে এবং আমরা এটি অবশ্যই ব্যবহার করে দেখব।”

সুপার কম্পিউটারটি কীভাবে ব্যবহার করা হবে তার ব্যাখ্যায় ড. লি বলেছেন, “আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হল ক্যান্সার খুবই জটিল ধরনের রোগ।
“এর মানে হচ্ছে, বিশাল আকারের ডেটা সেট বা তথ্যের ভাণ্ডার আমরা খুব দ্রুত প্রক্রিয়া করতে পারব। এতে করে হাজার হাজার ধরনের ক্যান্সার সম্পর্কে আমরা ধারণা পেতে ও এর মধ্যে লুকানো বিভিন্ন প্যাটার্নও শনাক্ত করতে পারব।
“সুপার কম্পিউটার আমাদের যা দিচ্ছে তা সত্যিই অসাধারণ এবং আমাদের কাছে বিষয়টি গতি ও ব্যাপকতার সুবর্ণ সুযোগের মতো।”
গবেষকেরা বলছেন, ক্যান্সার ভ্যাকসিন গবেষণায় নতুন উদ্ভাবনের পাশাপাশি ‘অক্সফোর্ড নিওঅ্যান্টিজেন অ্যাটলাস’-এ অবদান রাখার সুযোগ পাবেন তারা।
‘অক্সফোর্ড নিওঅ্যান্টিজেন অ্যাটলাস’ মূলত ওপেন-অ্যাকসেস বা সবার জন্য উন্মুক্ত এক অনলাইন প্ল্যাটফর্ম, যা যুক্তরাজ্যজুড়ে ক্যান্সার ভ্যাকসিন গবেষণাকে সহায়তা করে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
অক্সফোর্ডের ‘সেন্টার ফর ইমিউনো-অঙ্কোলজি’র সহযোগী অধ্যাপক ড. লি বলেছেন, “আমাদের বিশ্বাস, আমরা এমন এক ভ্যাকসিন তৈরির পথ খুলে দিতে পারব যা আগে কখনও সম্ভব ছিল না।”
প্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম