ব্যাংকের কর্মচারী অফিস খুলে ঝাড়ু দেওয়ার সময় জানালার কাঁচ ভাঙা ও জানালার গ্রিলের রড কাটা দেখেন।
ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ভল্ট ভেঙে টাকা চুরি

- আপডেট সময় ০৬:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা চুরি গেছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা চুরি গেছে।
বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে বলে ব্যাংকের ওই শাখার ম্যানেজার আল ইমরান জানিয়েছেন।
ইমরান বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ব্যাংকের কর্মচারী অফিস খুলে ঝাড়ু দেওয়ার সময় জানালার কাঁচ ভাঙা ও জানালার গ্রিলের রড কাটা দেখেন। এ সময় ভেতরের টাকা রাখার ভল্টও ভাঙা ছিল।
পরে ঝাড়ুদারের কাছে খবর পেয়ে তিনি দ্রুত অফিসে গিয়ে দেখেন, ভল্ট ভেঙে ১ লাখ ২৫ হাজার টাকার কিছু বেশি টাকা চোরেরা নিয়ে গেছে। তারপর থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে।
ম্যানেজারের ভাষ্য, চোরেরা এসিড দিয়ে ভল্টের তালা ভেঙেছে। সিসি ক্যামেরাও ভেঙে নিয়ে গেছে।
শৈলকুপা থানার পরিদর্শক শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে তারা ব্যাংকে এসে তদন্ত শুরু করেছেন। আলামত সংগ্রহ করছেন।
চোরেরা মই বেয়ে দোতলায় উঠেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
ঝিনাইদহ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম