গত ২০ অগাস্ট তিনি সরকারি এ সফরে গিয়েছিলেন।
চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

- আপডেট সময় ০৬:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
এক সপ্তাহর চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার রাতে তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জেনারেল ওয়াকার পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থল বাহিনীর পলিটিকাল কমিশার চ্যান হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাপ্রধানের আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান গত ২২ অগাস্ট পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরদিন জেনারেল ওয়াকার চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্পগোষ্ঠী নরিনকো’র প্রেসিডেন্ট চ্যান ডিফ্যাঙ্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান অ্যকাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাস পরিদর্শন করেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেনাপ্রধান গত ২০ অগাস্ট সরকারি সফরে চীন গমন করেন।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম