গাজীপুরে শুরু হয়েছে 'দেনাপাওনা' সিনেমার দৃশ্যধারণ।
রবি ঠাকুরের ‘দেনাপাওনা’: দীঘির পরিবর্তে প্রভা

- আপডেট সময় ০৫:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনপাওনা’ অবলম্বনে যে সিনেমাটি তৈরি হচ্ছে, সেটির অভিনেত্রী বদলে গেছে।
আগে ঠিক হয়েছিল অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দীঘি; কিন্তু দীঘির শিডিউল জটিলতার কারণে তার জায়গায় আসছেন সাদিয়া জাহান প্রভা।
গাজীপুরে এই সিনেমার দৃশ্যধারণের কাজও শুরু হয়েছে বলেও গ্লিটজকে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী।
তিনি বলেন, “দীঘি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য সময় দিতে পারেননি। শিডিউল না মেলায় নিরুপমা চরিত্রে প্রভাকে যুক্ত করা হয়েছে। প্রভাও দারুণ অভিনেত্রী। ইমনের সঙ্গে তার জুটি ভালো মানাবে।”
সিনেমায় প্রভার সহশিল্পী মামনুন হাসান ইমন। কলকাতায় কর্মরত ম্যাজিস্ট্রেটের চরিত্রে দেখা যাবে ইমনকে।
এর আগে সিনেমাটি নিয়ে সাদেক সিদ্দিকী বলেছিলেন, “রবীন্দ্র সাহিত্যনির্ভর চলচ্চিত্রের নির্মাণ খুব একটা হয় না। এই ধরনের মর্মস্পর্শী গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ থেকে সিনেমাটি করা।”
রবীন্দ্রনাথের গল্প বলেই ‘দেনাপাওনা’ নিয়ে চ্যালেঞ্জ খানিকটা বেশি দেখছেন ইমন। তিনি বলেন, “দর্শকরা চরিত্রগুলোর প্রতিটি দিক সম্পর্কে জানেন, সেগুলো যথাযথভাবে তুলে ধরা কঠিন।”
সিনেমার চিত্রনাট্যে দেখা যাবে, কলকাতার এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিয়ে ঠিক হয় নিরুপমার, যে ছেলেটি আবার জমিদারপুত্র। কিন্তু বিয়ের পণ দিতে না পারার গ্লানিতে নিরুপমার বাবা আত্মহত্যা করেন।
‘দেনাপাওনা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন।
ইমন ও দীঘি ছাড়াও আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমাসহ আরো অনেকে।
বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম