নিলামে আরও ডলার কেনায় বিদেশি মুদ্রার রিজার্ভ বিপিএম ৬ পদ্ধতিতে বেড়ে হয়েছে ২৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
১০ দফায় ১ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

- আপডেট সময় ০১:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
আগের বারের চেয়ে ৫ পয়সা বেশি দরে নতুন করে আট ব্যাংকের কাছ থেকে আরও চার কোটি ৭৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
এ নিয়ে ১০টি নিলামের মাধ্যমে মোট ৯৯ কোটি ৫৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।
মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর ডলারের দর নিয়ন্ত্রণে রাখতে ১৩ জুলাই থেকে ব্যাংকের কাছ থেকে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।
এ ধারাবাহিকতায় মঙ্গলবার আটটি ব্যাংকের থেকে ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৪ কোটি ৭৫ লাখ ডলার কেনার তথ্য সাংবাদিকদের দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি বলেন, “ডলার দর বেড়ে যাওয়াও অর্থনীতির জন্য ভালো নয়, আবার কমে যাওয়াও ঠিক নয়। তাই এ বাজারকে ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিলামে ডলার কিনছে। তাতে ব্যাংকগুলোতে তারল্য প্রবাহ বাড়ছে।”
এ দিনের নিলাম সম্পর্কে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “রেমিটেন্সের প্রবাহ অনেক ভালো রয়েছে। তাতে ব্যাংকগুলোতে ডলার প্রবাহ অনেক বেশি। এজন্য কেন্দ্রীয় ব্যাংক নিলামে ডলার কিনছে। তাতে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।”
চলতি বছর জুলাইতে ডলার দর হঠাৎ কমতে শুরু করে। তখন নিলামে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক।
এদিকে ডলার কেনার ফলে তা সরাসরি রিজার্ভে যোগ হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য বলছে, বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
চলতি বছর ১৩ জুলাই প্রথমবারে মত নিলামে ডলার কেনে বাংলাদেশ ব্যাংক। সেদিন ১৮টি ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনাহয়েছিল।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম