এ প্রকল্পের মাধ্যমে ১৭৫টি পরিবার, বিভিন্ন দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎসরবরাহ করা হবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
কুড়িগ্রামে নতুনচরে সৌরবিদ্যুৎ ও বনায়ন প্রকল্প স্ট্যান্ডার্ড চার্টার্ডের

- আপডেট সময় ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত এলাকা নতুনচরে একটি পরিবেশ বিষয়ক প্রকল্প চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, চরবাসীর জন্য নবায়নযোগ্য বিদ্যুৎ, নিরাপদ পানি ও সহনশীল জলবায়ু নিশ্চিত করা।
মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃপক্ষ বলেছে, নতুনচর হলো চিলমারী উপজেলার উত্তরপূর্ব প্রান্তে অবস্থিত একটি পলিমাটির দ্বীপ। নতুনচরের মানুষ এখনো জাতীয় গ্রিডের বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানির সরবরাহসহ মৌলিক অবকাঠামো সুবিধা থেকে বঞ্চিত। এ প্রকল্পের আওতায় নতুনচর যুক্ত হবে ৭০ কিলোওয়াট সোলার মাইক্রো গ্রিডে, যার সঙ্গে থাকবে একটি পানি শোধনাগার ও বৃহৎ পরিসরে বনায়ন কার্যক্রম।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বলছে, সোলার প্ল্যান্টটি প্রতিদিন গড়ে ২৬৩ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। এর মাধ্যমে নতুনচরের ১৭৫টি পরিবার, বিভিন্ন দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এতে বিদ্যুৎ সুবিধার আওতায় আসবেন ৮৭৫ জন। একইসঙ্গে পানি শোধনাগারটি থেকে প্রতি ঘণ্টায় ৬০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে, যা স্থানীয় মানুষের পানির চাহিদা মেটাতে ও সোলার গ্রিডের রক্ষণাবেক্ষণে কাজে লাগবে।
এই প্রকল্পের আওতায় নতুনচর ও ঘুঘুমারী চর ছাড়াও গাইবান্ধা ও চিলমারীর আরও আটটি চরে আট হাজার গাছ লাগানো হবে; যার মূল লক্ষ্য হলো মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য রক্ষা এবং কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখা।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “জলবায়ু সহনশীলতা গড়ে তোলা শুরু করতে হবে ঠিক সেখান থেকে, যেখানে এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। ৮৭৫ জনের কাছে নবায়নযোগ্য বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া, প্রতি ঘণ্টায় ৬০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ এবং ৮ হাজার বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা নতুনচর ও আশেপাশের মানুষদের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে সহায়তা করছি। আমি বিশ্বাস করি, সঠিক অংশীদারত্বের মাধ্যমে আমরা এই কমিউনিটিকে, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করে শুধু টিকে থাকা নয়, বরং এ চ্যালেঞ্জ-এর মাঝেও জীবনকে উন্নত করায় সাহায্য করতে পারব।”
কুড়িগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম