০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
করণ জোহর বলেছিলেন, বিয়ের আগে অক্ষয় কুমারকে নিয়ে কাজলের মনের মধ্যে ‘ভালো লাগা’ ছিল।

অক্ষয়-কাজলের প্রথম ও শেষ কাজ ‘ইয়ে দিল্লেগি’, আর জুটি বাঁধেননি কেন

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে

 

ভারতের হিন্দি সিনেমার দুই তারকা অভিনয় শিল্পী কাজল ও অক্ষয় কুমার যে যার ক্যারিয়ারে তিন দশক পাড়ি দিয়ে সফল-ব্যর্থ বহু কাজের স্বাক্ষর রেখেছেন। তবে এই দুজন একসঙ্গে কাজ করেছেন মাত্র একটি সিনেমায়।

ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ বলছে মাত্র একটি সিনেমায় কাজল-অক্ষয়ের জুটি বাধার বিষয়টি আশ্বর্যের।

কাজল ১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধম্যে সিনেমা জগতে আসেন; অক্ষয় তার এক বছর আগে ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে দিল্লাগি’ সিনেমায় এই দুই তারকাকে প্রথম এবং শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল। দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সন্তুষ্ট করে বক্স অফিসকেও।

এরপর দুজনকে একসঙ্গে আর কোনো সিনেমায় পাওয়া যায়নি।

এই বিষয়ে কাজল অক্ষয়ের কেউ কোনো কথা বলেননি।

এর মধ্যে ‘দ্য কপিল শর্মা শো’-তে গিয়ে কাজলের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক পরিচালক করণ জোহর বলেছিলেন, বিয়ের আগে অক্ষয় কুমারকে নিয়ে কাজলের মনের মধ্যে ‘ভালো লাগা’ ছিল।

করণ জোহর একটি পুরোনো সিনেমার প্রিমিয়ারের কথা মনে করে বলেছিলেন যে, কাজল একবার একটি অনুষ্ঠানে গিয়ে পুরো সন্ধ্যা ধরে ভিড়ের মধ্যে কেবল অক্ষয় কুমারকে খুঁজছিলেন।

অন্যদিকে নব্বই দশকের শেষের দিকে অক্ষয় আর শিল্পা শেঠির প্রেম ছিল তুমুল চর্চার বিষয়। অক্ষয় ও শিল্পার প্রেমের শুরু হয়েছিল ‘ম্যায় খিলাড়ি তু আনারি’ সিনেমার শুটিংয় থেকে।

অনুষ্ঠান, পার্টি, রেড কার্পেট-সব জায়গায় তারা থাকতেন একসঙ্গে। কিন্তু হঠাৎই এ সম্পর্ক ভেঙে যায়, যখন শিল্পা জানতে পারেন অক্ষয় একই সময় টুইঙ্কেল খান্নার সঙ্গেও সম্পর্কে আছেন।

কদিন আগে মুক্তি পেয়েছে কাজলের ‘মা’ সিনেমা। তবে গেল কয়েক বছরে কাজলকে বেশি পাওয়া গেছে ওয়েব সিরিজে। ‘ত্রিভঙ্গ’, ‘সালাম ভেঙ্কি’, ‘হেলিকপ্টার এলা’, ‘দ্য ট্রায়াল’ সিরিজগুলোয় কাজলের অভিনয়ের প্রশংসা এসেছে।

আর অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমাটি জুলাইয়ে মুক্তির পর বক্স অফিস কাঁপিয়েছে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

করণ জোহর বলেছিলেন, বিয়ের আগে অক্ষয় কুমারকে নিয়ে কাজলের মনের মধ্যে ‘ভালো লাগা’ ছিল।

অক্ষয়-কাজলের প্রথম ও শেষ কাজ ‘ইয়ে দিল্লেগি’, আর জুটি বাঁধেননি কেন

আপডেট সময় ০১:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

 

ভারতের হিন্দি সিনেমার দুই তারকা অভিনয় শিল্পী কাজল ও অক্ষয় কুমার যে যার ক্যারিয়ারে তিন দশক পাড়ি দিয়ে সফল-ব্যর্থ বহু কাজের স্বাক্ষর রেখেছেন। তবে এই দুজন একসঙ্গে কাজ করেছেন মাত্র একটি সিনেমায়।

ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ বলছে মাত্র একটি সিনেমায় কাজল-অক্ষয়ের জুটি বাধার বিষয়টি আশ্বর্যের।

কাজল ১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মাধম্যে সিনেমা জগতে আসেন; অক্ষয় তার এক বছর আগে ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেন।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে দিল্লাগি’ সিনেমায় এই দুই তারকাকে প্রথম এবং শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল। দর্শকদের কাছে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সন্তুষ্ট করে বক্স অফিসকেও।

এরপর দুজনকে একসঙ্গে আর কোনো সিনেমায় পাওয়া যায়নি।

এই বিষয়ে কাজল অক্ষয়ের কেউ কোনো কথা বলেননি।

এর মধ্যে ‘দ্য কপিল শর্মা শো’-তে গিয়ে কাজলের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক পরিচালক করণ জোহর বলেছিলেন, বিয়ের আগে অক্ষয় কুমারকে নিয়ে কাজলের মনের মধ্যে ‘ভালো লাগা’ ছিল।

করণ জোহর একটি পুরোনো সিনেমার প্রিমিয়ারের কথা মনে করে বলেছিলেন যে, কাজল একবার একটি অনুষ্ঠানে গিয়ে পুরো সন্ধ্যা ধরে ভিড়ের মধ্যে কেবল অক্ষয় কুমারকে খুঁজছিলেন।

অন্যদিকে নব্বই দশকের শেষের দিকে অক্ষয় আর শিল্পা শেঠির প্রেম ছিল তুমুল চর্চার বিষয়। অক্ষয় ও শিল্পার প্রেমের শুরু হয়েছিল ‘ম্যায় খিলাড়ি তু আনারি’ সিনেমার শুটিংয় থেকে।

অনুষ্ঠান, পার্টি, রেড কার্পেট-সব জায়গায় তারা থাকতেন একসঙ্গে। কিন্তু হঠাৎই এ সম্পর্ক ভেঙে যায়, যখন শিল্পা জানতে পারেন অক্ষয় একই সময় টুইঙ্কেল খান্নার সঙ্গেও সম্পর্কে আছেন।

কদিন আগে মুক্তি পেয়েছে কাজলের ‘মা’ সিনেমা। তবে গেল কয়েক বছরে কাজলকে বেশি পাওয়া গেছে ওয়েব সিরিজে। ‘ত্রিভঙ্গ’, ‘সালাম ভেঙ্কি’, ‘হেলিকপ্টার এলা’, ‘দ্য ট্রায়াল’ সিরিজগুলোয় কাজলের অভিনয়ের প্রশংসা এসেছে।

আর অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমাটি জুলাইয়ে মুক্তির পর বক্স অফিস কাঁপিয়েছে।

 

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম