এ সাইবার হামলার কারণে নিজেদের ‘মার্সিসাইড’ কারখানা বন্ধ করে দিয়েছে জাগুয়ার এবং কর্মীদের কারখানায় আসতেও বারণ করেছে কোম্পানিটি।
জাগুয়ারে সাইবার হামলা, গাড়ির উৎপাদন ‘মারাত্মকভাবে ব্যাহত’

- আপডেট সময় ০২:০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
সাইবার আক্রমণের শিকার হয়েছে গাড়ি নির্মাতা কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভার। এ হামলার ফলে কোম্পানিটির গাড়ি তৈরির কাজ ও বিক্রির বিভিন্ন পরিষেবা ‘মারাত্মকভাবেভাবে ব্যাহত’ হয়েছে।
স্পোর্টস কার ও বিলাসবহুল গাড়ি সির্মাতা ব্রিটিশ কোম্পানিটি বলেছে, এ সাইবার হামলার প্রভাব কমিয়ে আনতে ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিয়েছে তারা এবং নিজেদের বর্তমান কার্যক্রম পুনরায় চালুর জন্য কাজও করছে।
তবে এখনও পর্যন্ত কোনো গ্রাহকের তথ্য চুরি হয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “একটি সাইবার আক্রমণের শিকার হয়েছে জেএলআর। আমরা এর প্রভাব কমাতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি এবং আগাম সতর্কতা হিসেবে আমাদের বিভিন্ন সিস্টেম বন্ধ করেছি, যেন ক্ষতি আরও না বাড়ে।
“আমরা এখন নিয়ন্ত্রিত উপায়ে আমাদের বৈশ্বিক বিভিন্ন সিস্টেম আবার চালু করার জন্য দ্রুতগতিতে কাজ করছি।
“এই মুহূর্তে কোনো গ্রাহকের তথ্য চুরি হয়েছে এমন কোনো প্রমাণ নেই। তবে আমাদের খুচরা বিক্রি ও উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।”
এ সাইবার আক্রমণের জন্য কারা বা কে দায়ী তা এখনও জানা যায়নি। তবে ‘মার্কস অ্যান্ড স্পেন্সার’, ‘কো-অপ’ ও ‘হ্যারডস’-এর মতো বেশ কয়েকটি বড় কোম্পানির ওপর সাইবার হামলা হয়েছে। আর জাগুয়ার ঘটনাটি সেই ঘটনারই আরেকটি উদাহরণ বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
‘লিভারপুল ইকো’র প্রতিবেদন অনুসারে, এ সাইবার হামলার কারণে নিজেদের ‘মার্সিসাইড’ কারখানা বন্ধ করে দিয়েছে জাগুয়ার এবং কর্মীদের কারখানায় আসতেও বারণ করেছে কোম্পানিটি।
জাগুয়ার ল্যান্ড রোভারের মালিক টাটা মোটর্স বলেছে, এ সাইবার আক্রমণ তাদের জন্য বড় একটি আইটি সমস্যা, যা বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। এ সাইবার হামলার তথ্য ভারতের শেয়ার বাজার কর্তৃপক্ষকেও জানিয়েছে তারা।
আগে থেকেই বিক্রি কমে যাওয়া ও মার্কিন শুল্কের কারণে লাভ প্রায় অর্ধেকে কমে গিয়েছে কোম্পানিটির, সেখানে এ সাইবার হামলা বিলাসবহুল গাড়ি নির্মাতার জন্য আরেকটি বড় আঘাত বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
কোম্পানিটি বলেছে, প্রথম তিন মাসে বা এপ্রিল থেকে জুন পর্যন্ত তাদের কর দেওয়ার আগের লাভ প্রায় ৪৯ দশমিক চার শতাংশ কমে ৩৫ কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে।
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম