ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক তৈয়ব চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
গ্রামবাসী-শিক্ষার্থী সংঘর্ষ: তদন্ত কমিটি গঠনসহ একগুচ্ছ সিদ্ধান্ত সিন্ডিকেটে

- আপডেট সময় ০২:১৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক তৈয়ব চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
সভায় বিচার বিভাগীয় কমিটি গঠনের জন্য সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক অধ্যাপক শহীদুল হক।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ছাত্র-ছাত্রীদের জন্য ১০ তলার ১০টি হল নির্মাণের জন্য ডিপিপি প্রস্তুত করে সরকারের দপ্তরে পাঠানো এবং বিভিন্ন হল সংস্কার করে শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করার সিদ্ধান্ত হয়েছে। আহত শিক্ষার্থীদের ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মডেল থানা ও বিশ্ববিদ্যালয় রেল ক্রসিং এলাকায় পুলিশ বক্স স্থাপনের অনুরোধ জানানো হবে।
ভাড়া নিয়ে অসন্তোষ কমাতে যেসব ভবন এবং কটেজে শিক্ষার্থীরা বসবাস করেন, সেসব ভবন ও কটেজের মালিকদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে আইন শৃঙ্খলাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ও টহল অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রোববারও চলে দফায় দফায়।
তাতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ কয়েকশ ব্যক্তি আহত হন। সংঘাতের মধ্যে রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম