গ্রেপ্তার কাইয়ুম গত ১১ অগাস্ট রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনার অন্যতম সন্দেহভাজন বলে ওসির ভাষ্য।
পুলিশের ওপর হামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

- আপডেট সময় ০৫:৪২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে বন্দর থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান।
গ্রেপ্তার মো. কাইয়ুম (৩৪) বন্দর থানা ছাত্রলীগের সভাপতি। তিনি গত ১১ অগাস্ট রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনার একজন সন্দেহভাজন বলে ওসির ভাষ্য।
তিনি বলেন, “বুধবার রাতে বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকায় অভিযান চালিয়ে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।”
গত ১১ অগাস্ট রাতে নগরীর বন্দর থানার ইশানমিস্ত্রি ঘাট এলাকায় এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে জহম করা হয়।
ঘটনার পর নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেছিলেন, রাতে ইশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছিল। খবর পেয়ে বন্দর থানা পুলিশের সদস্যরা সেখানে অভিযানে যায়। এসময় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জহম করে পালিয়ে যায় একজন।
হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। হামলার ‘হোতা’সহ বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করার কথা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
চট্টগ্রাম প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম