দলে কেভিন ডে ব্রুইনে-থিবো কোর্তোয়ার মতো তারকা ফুটবলার থাকার পরও, টিয়েলেমান্সকে অধিনায়ক করার কারণ জানালেন কোচ।
বেলজিয়াম ফুটবলের নতুন অধিনায়ক টিয়েলেমান্স
- আপডেট সময় ০৬:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৪ বার পড়া হয়েছে
বেলজিয়াম জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের দায়িত্ব উঠল ইউরি টিয়েলেমান্সের কাঁধে। অভিজ্ঞ কয়েকজন তারকা ফুটবলার দলে থাকলেও কোচ রুডি গার্সিয়া বেছে নিলেন অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডারকে।
চলতি বছরের শুরুতে কোচ হিসেবে যোগ দেওয়ার পর গার্সিয়া কয়েকজনকে অধিনায়ক করেছিলেন ঘুরিয়ে ফিরিয়ে। এই দায়িত্বে সঠিক মানুষটি খুঁজে নিতেই তার প্রচেষ্টা ছিল। অবশেষে লিখটেনস্টাইনের বিপক্ষে ম্যাচের আগের দিন বুধবার তিনি ঘোষণা দিলেন, ২৮ বছর বয়সী টিয়েলেমান্সই স্থায়ীভাবে নেতৃত্ব দেবেন দলকে।
“ইউরি টিয়েলেমান্স আমাদের স্থায়ী অধিনায়ক। আমরা অনেক দিন ধরে অনেকের হাতে আর্মব্যান্ড ঘুরিয়েছি, এখন সিদ্ধান্ত হয়ে গেছে।”
“দলের সবার সঙ্গে তার সম্পর্ক দুর্দান্ত। তার প্রতি সবার সমর্থন আছে। অবশ্যই কেভিন ডে ব্রুইনে, থিবো কোর্তোয়া, রোমেলু লুকাকুর মতো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই থাকছে… তবে আর্মব্যান্ড যাচ্ছে ইউরির হাতে।”
দলের নেতৃত্ব পেয়ে গর্ববোধ করছেন টিয়েলেমান্স।
“ক্যারিয়ারে এর চেয়ে সুন্দর মুহূর্ত কমই আসে। পাঁচজনের নাম ছিল, সেখানে বেছে নেওয়া হয়েছে আমাকে। এতে অবশ্য আমার মধ্যে তেমন কোনো বদল আসবে না। আমি সবসময় একইরকম থাকব। আমি গর্বিত অবশ্যই, তবে এতে আমার ব্যক্তিত্ব বদলাবে না।”
স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











