বাফার জোনের বাড়তি নিরাপত্তা হিসেবে সেখানে ন্যাটো বহির্ভূত দেশের সেনা মোতায়েন করা হতে পারে।
ইউক্রেইনের বাফার জোনে বাংলাদেশি ও সৌদি সেনা রাখার চিন্তা

- আপডেট সময় ০১:৫৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে

ইউক্রেইন ও রাশিয়া যুদ্ধবিরতিতে গেলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে, সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশ থেকে সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছে এনবিসি নিউজ।
ইউক্রেইন ও রাশিয়া যুদ্ধবিরতিতে গেলে উভয় দেশের মধ্যে যে বাফার জোন হবে, সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশ থেকে সেনা পাঠানো হতে পারে বলে জানিয়েছে এনবিসি নিউজ।
মার্কিন সংবাদমাধ্যমটির বরাতে রয়টার্স বলছে, এই বাফার জোনের নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র।
এ পরিকল্পনার বিষয়ে অবগত আছেন— এমন চার কর্মকর্তার বরাতে শুক্রবার সংবাদটি প্রকাশ করে এনবিসি নিউজ।
খবরে বলা হয়, বাফার জোনটি রাশিয়ার ভবিষ্যত হামলা থেকে ইউক্রেইনকে সুরক্ষা দেবে। আর বাড়তি নিরাপত্তা হিসেবে সেখানে সৌদি আরব ও বাংলাদেশের মতো ন্যাটো বহির্ভূত দেশের সেনাদের মোতায়েন করা হতে পারে।
যদিও রাশিয়া-ইউক্রেইন সংঘাতের ইতি ঘটানো কিংবা দুই দেশের প্রেসিডেন্টকে বৈঠকে বসানোর ব্যাপারে ডনাল্ড ট্রাম্পের মধ্যে হতাশা ক্রমে বাড়ছে বলে এনবিসির খবরে বলা হয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। কিন্তু ওই বৈঠকের পর যুদ্ধে ইতি টানা কিংবা ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পুতিনের কাছ থেকে আসেনি।
রয়টার্স বলছে, তারা তাৎক্ষণিকভাবে এনবিসি নিউজের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। হোয়াইট হাউসের কাছে বক্তব্য চাইলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।