১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
হিস্ট্রি ক্লিয়ার করার ফলে ব্রাউজার কিছুটা পরিষ্কার হয় পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যকলাপও অন্যের চোখ থেকে আড়ালে থাকে।

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে

প্রাইভেসি রক্ষার অন্যতম সহজ উপায় ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলা। ছবি: পিক্সাবে

 

নিজেদের ডিভাইসে ব্যক্তিগত নিরাপত্তা ও প্রাইভেসি রক্ষার অন্যতম সহজ উপায় ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলা। বিশেষ করে যখন ব্যবহারকারীরা ইনকগনিটো মোড ব্যবহার করেন না তখন তাদের ব্রাউজিং হিস্ট্রি সহজেই দৃশ্যমান হয়ে যায়।

যদিও শুধু হিস্ট্রি মুছে ফেলা সব ধরনের নজরদারি থেকে সুরক্ষা দেয় না কারণ এর জন্য ভিপিএন-এর মতো বাড়তি টুল প্রয়োজন। তবে লুকানোর কিছু না থাকলেও অথবা ব্যক্তিগত কার্যকলাপ গোপন রাখতে চাইলে ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলা নিঃসন্দেহে একটি কার্যকর পদক্ষেপ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘ডিজিটাল ট্রেন্ডস’।

 

গুগল ক্রোমে যেভাবে মুছবেন

সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহারকারীরা বেশি জানতে চান কীভাবে হিস্ট্রি মুছতে হয়। প্রক্রিয়াটি খুব বেশি জটিল নয়।

প্রথমে ক্রোম ব্রাউজার খুলে উপরের ডানদিকে থাকা তিনটি ডটের মেনুতে ক্লিক করতে হয়। সেখানে থেকে সেটিংয়ে গেলে নিচের দিকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন’ পাওয়া যায়।

এখান থেকে ‘ডিলিট ব্রাউজিং হিস্ট্রি’ নির্বাচন করলে একটি নতুন উইন্ডো আসে যেখানে নানারকম অপশন থাকে। ব্যবহারকারীরা চাইলে শুধু ব্রাউজিং হিস্ট্রি মুছতে পারেন অথবা কুকিজ ও অন্যান্য ডেটা, ক্যাশড ইমেজ এবং ফাইলও একসঙ্গে মুছে ফেলতে পারেন।

আবার টাইম রেঞ্জ অপশন ব্যবহার করে নির্দিষ্ট সময় বেছে নেওয়া যায় যেমন গত এক ঘণ্টা, গত একদিন কিংবা পুরো ব্রাউজিং হিস্ট্রি।

আরও নির্দিষ্টভাবে ডেটা মুছতে চাইলে ‘অ্যাডভান্সড’ মেনুতে গিয়ে অটোফিল ফর্ম ডেটা, ডাউনলোড হিস্ট্রি ইত্যাদি অপশনও বেছে নেওয়া সম্ভব। যেসব তথ্য মুছে ফেলতে চান সেগুলো সিলেক্ট করার পর ‘ডিলিট ডেটা’ বাটনে ক্লিক করলেই সব মুছে যাবে।

এইভাবে হিস্ট্রি ক্লিয়ার করার ফলে ব্রাউজার কিছুটা ফ্রেশ হয় পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যকলাপও অন্যের চোখ থেকে আড়ালে থাকে। যদিও এটি সম্পূর্ণ সমাধান নয়, তবে প্রাইভেসি রাখার জন্য এটি একটি সহজ এবং কার্যকর পদ্ধতি বলে মনে করা হয়।

 

মাইক্রোসফট এজ ব্রাউজারে যেভাবে মুছবেন

মাইক্রোসফট এজ ব্রাউজারে হিস্ট্রি মুছে ফেলা একেবারেই সহজ একটি প্রক্রিয়া। কয়েকটি ধাপ অনুসরণ করলেই কাজটি করা সম্ভব।

প্রথমে এজ ব্রাউজার চালু করে উপরের ডানদিকে থাকা তিন ডট আইকনে ক্লিক করতে হয়। সেখান থেকে ড্রপ-ডাউন মেনুতে গিয়ে ‘সেটিংস’ অপশন বেছে নিতে হয়। এরপর বাম পাশের মেনুতে থাকা ‘প্রাইভেসি, সার্চ অ্যান্ড সার্ভিসেস’-এ ক্লিক করলে বিভিন্ন প্রাইভেসি নিয়ন্ত্রণের অপশন দেখা যায়।

সেখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ শিরোনামে পাওয়া যাবে। এখান থেকে ‘চুজ হোয়াট টু ক্লিয়ার’ ক্লিক করতে হয়। নতুন যে উইন্ডোটি খুলবে সেখানে নিশ্চিত করতে হবে যে ‘ব্রাউজিং হিস্ট্রি’র বক্সে টিক দেওয়া আছে। চাইলে ব্যবহারকারীরা ‘ডাউনলোড হিস্ট্রি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা’ ইত্যাদিতেও টিক দিয়ে একসঙ্গে সেগুলো মুছে ফেলতে পারেন।

এরপর ড্রপ ডাউন মেনু থেকে ঠিক করতে হবে কত দিনের বা কত সময়ের ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলতে হবে যেমন গত এক ঘণ্টা, এক দিন, এক সপ্তাহ বা সম্পূর্ণ হিস্ট্রি। সবশেষে ‘ক্লিয়ার নাও’ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব ব্রাউজিং হিস্ট্রি মুছে যাবে।

এই কয়েকটি ধাপ অনুসরণ করেই ব্যবহারকারীরা এজ ব্রাউজারে নিজেদের কার্যকলাপের হিস্ট্রি মুছে ফেলে প্রাইভেসি কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারেন।

 

 

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

হিস্ট্রি ক্লিয়ার করার ফলে ব্রাউজার কিছুটা পরিষ্কার হয় পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যকলাপও অন্যের চোখ থেকে আড়ালে থাকে।

প্রাইভেসি রক্ষায় ডেস্কটপে ব্রাউজিং হিস্ট্রি মুছবেন যেভাবে

আপডেট সময় ০২:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

 

নিজেদের ডিভাইসে ব্যক্তিগত নিরাপত্তা ও প্রাইভেসি রক্ষার অন্যতম সহজ উপায় ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলা। বিশেষ করে যখন ব্যবহারকারীরা ইনকগনিটো মোড ব্যবহার করেন না তখন তাদের ব্রাউজিং হিস্ট্রি সহজেই দৃশ্যমান হয়ে যায়।

যদিও শুধু হিস্ট্রি মুছে ফেলা সব ধরনের নজরদারি থেকে সুরক্ষা দেয় না কারণ এর জন্য ভিপিএন-এর মতো বাড়তি টুল প্রয়োজন। তবে লুকানোর কিছু না থাকলেও অথবা ব্যক্তিগত কার্যকলাপ গোপন রাখতে চাইলে ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলা নিঃসন্দেহে একটি কার্যকর পদক্ষেপ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘ডিজিটাল ট্রেন্ডস’।

 

গুগল ক্রোমে যেভাবে মুছবেন

সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হিসেবে গুগল ক্রোম ব্যবহারকারীরা বেশি জানতে চান কীভাবে হিস্ট্রি মুছতে হয়। প্রক্রিয়াটি খুব বেশি জটিল নয়।

প্রথমে ক্রোম ব্রাউজার খুলে উপরের ডানদিকে থাকা তিনটি ডটের মেনুতে ক্লিক করতে হয়। সেখানে থেকে সেটিংয়ে গেলে নিচের দিকে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন’ পাওয়া যায়।

এখান থেকে ‘ডিলিট ব্রাউজিং হিস্ট্রি’ নির্বাচন করলে একটি নতুন উইন্ডো আসে যেখানে নানারকম অপশন থাকে। ব্যবহারকারীরা চাইলে শুধু ব্রাউজিং হিস্ট্রি মুছতে পারেন অথবা কুকিজ ও অন্যান্য ডেটা, ক্যাশড ইমেজ এবং ফাইলও একসঙ্গে মুছে ফেলতে পারেন।

আবার টাইম রেঞ্জ অপশন ব্যবহার করে নির্দিষ্ট সময় বেছে নেওয়া যায় যেমন গত এক ঘণ্টা, গত একদিন কিংবা পুরো ব্রাউজিং হিস্ট্রি।

আরও নির্দিষ্টভাবে ডেটা মুছতে চাইলে ‘অ্যাডভান্সড’ মেনুতে গিয়ে অটোফিল ফর্ম ডেটা, ডাউনলোড হিস্ট্রি ইত্যাদি অপশনও বেছে নেওয়া সম্ভব। যেসব তথ্য মুছে ফেলতে চান সেগুলো সিলেক্ট করার পর ‘ডিলিট ডেটা’ বাটনে ক্লিক করলেই সব মুছে যাবে।

এইভাবে হিস্ট্রি ক্লিয়ার করার ফলে ব্রাউজার কিছুটা ফ্রেশ হয় পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত কার্যকলাপও অন্যের চোখ থেকে আড়ালে থাকে। যদিও এটি সম্পূর্ণ সমাধান নয়, তবে প্রাইভেসি রাখার জন্য এটি একটি সহজ এবং কার্যকর পদ্ধতি বলে মনে করা হয়।

 

মাইক্রোসফট এজ ব্রাউজারে যেভাবে মুছবেন

মাইক্রোসফট এজ ব্রাউজারে হিস্ট্রি মুছে ফেলা একেবারেই সহজ একটি প্রক্রিয়া। কয়েকটি ধাপ অনুসরণ করলেই কাজটি করা সম্ভব।

প্রথমে এজ ব্রাউজার চালু করে উপরের ডানদিকে থাকা তিন ডট আইকনে ক্লিক করতে হয়। সেখান থেকে ড্রপ-ডাউন মেনুতে গিয়ে ‘সেটিংস’ অপশন বেছে নিতে হয়। এরপর বাম পাশের মেনুতে থাকা ‘প্রাইভেসি, সার্চ অ্যান্ড সার্ভিসেস’-এ ক্লিক করলে বিভিন্ন প্রাইভেসি নিয়ন্ত্রণের অপশন দেখা যায়।

সেখান থেকে নিচের দিকে স্ক্রল করলে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ শিরোনামে পাওয়া যাবে। এখান থেকে ‘চুজ হোয়াট টু ক্লিয়ার’ ক্লিক করতে হয়। নতুন যে উইন্ডোটি খুলবে সেখানে নিশ্চিত করতে হবে যে ‘ব্রাউজিং হিস্ট্রি’র বক্সে টিক দেওয়া আছে। চাইলে ব্যবহারকারীরা ‘ডাউনলোড হিস্ট্রি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডেটা’ ইত্যাদিতেও টিক দিয়ে একসঙ্গে সেগুলো মুছে ফেলতে পারেন।

এরপর ড্রপ ডাউন মেনু থেকে ঠিক করতে হবে কত দিনের বা কত সময়ের ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলতে হবে যেমন গত এক ঘণ্টা, এক দিন, এক সপ্তাহ বা সম্পূর্ণ হিস্ট্রি। সবশেষে ‘ক্লিয়ার নাও’ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সব ব্রাউজিং হিস্ট্রি মুছে যাবে।

এই কয়েকটি ধাপ অনুসরণ করেই ব্যবহারকারীরা এজ ব্রাউজারে নিজেদের কার্যকলাপের হিস্ট্রি মুছে ফেলে প্রাইভেসি কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারেন।

 

 

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম