সব অ্যাডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে; ফলে তার আগেই নিয়মিত কমিটি গঠন করতে হবে।
৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ
- আপডেট সময় ০১:০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৬ বার পড়া হয়েছে
বেসরকারি স্কুল-কলেজে আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত পরিচালনা পর্ষদ বা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অস্থায়ী বা অ্যাডহক কমিটি আগামী ১ ডিসেম্বর বাতিল হয়ে যাবে জানিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী এ নির্দেশ দিয়েছে।
বেসরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার এ নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে।
“যে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে অ্যাডহক কমিটি মেয়াদ শেষ হয়েছে বা চলমান আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালার সংশোধনী অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে ওই পরিপত্রে।
“আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি তাদের আগামী ১৫ দিনের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে বলা হয়েছে। তা না হলে ওই প্রতিষ্ঠানগুলোর সমস্যা হবে। আর ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।”
পরিপত্র বলা হয়েছে, গত ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সব শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন হয়নি, ওই প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে।
সব অ্যাডহক কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে, যার ফলে আগামী ৩০ নভেম্বরে মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং সেক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে পরিপত্রে।
গত ৩১ অগাস্ট গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
এ সংশোধন অনুযায়ী, বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
আর বেসরকারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
সংশোধিত প্রবিধানমালায় প্রতিষ্ঠান প্রধানদের বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে নবম গ্রেডের নিচের নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক, সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এমবিবিএস বা প্রকৌশল বা কৃষিসহ যেকোনো কারিগরি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ নবম গ্রেডের নিচে না এমন কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিচে না এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদে মনোনয়নের জন্য শিক্ষা বোর্ডে পাঠানোর বিধান সংযোজন করা হয়েছে।
আগের বিধিমালায় গভর্নিং বডির সভাপতি পদে শিক্ষা বোর্ডের মনোনয়ন ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে কমিটির অন্যান্য সদস্যদের ভোটে নির্বাচনের বিধান থাকলেও প্রবিধানমালার সংশোধনে এ দুই পদেই শিক্ষা বোর্ডের মনোনয়নের বিধান করা হয়েছে।
মোহাম্মদ আলিমুজ্জামান – বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











