যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের হামলাটি নিয়ে তিনি ‘সবদিক থেকে অত্যন্ত অসন্তুষ্ট’।
কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলায় ‘অসন্তুষ্ট’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

- আপডেট সময় ১০:৪০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
কাতারে বিমান হামলা চালিয়ে হামাস নেতাদের হত্যা করার চেষ্টার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। হামলাটিকে ‘একতরফা’ বলে বর্ণনা করে যুক্তরাষ্ট্র বলেছে, এতে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থের কোনো অগ্রগতি হবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের হামলাটি নিয়ে তিনি ‘সবদিক থেকে অত্যন্ত অসন্তুষ্ট’। বুধবার বিষয়টি নিয়ে পূর্ণ একটি বিবৃতিতে দেবেন বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের এক রেস্তোরাঁয় ট্রাম্প বলেন, “আমি এটি নিয়ে রোমাঞ্চিত নই। এটি ভালো কোনো পরিস্থিতি না আর আমি এটা বলবো: আমরা জিম্মিদের ফিরিয়ে আনতে চাই, কিন্তু আজ যা যেভাবে ঘটলো তা নিয়ে আমরা রোমাঞ্চিত নই।”
ইসরায়েল এটিকে ন্যায্য হামলা বলে দাবি করলেও কাতার বলেছে, ইসরায়েল বিশ্বাসঘাতকতা করেছে ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে’ জড়িয়েছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরাহমান আল-থানি বলেছেন, কাতার হামাস ও ইসরায়েলের মধ্যে যে শান্তি আলোচনার মধ্যস্থতা করছে এই বিমান হামলায় তা লাইনচ্যুত হওয়ার হুমকির মধ্যে পড়েছে।
ট্রাম্প জানিয়েছেন, তার বিবেচনায় হামাসকে আঘাত করা ঠিক আছে কিন্তু হামলাটি উপসাগরীয় আরব দেশে হওয়ায় তিনি খারাপবোধ করছেন। কারণ কাতার নেটোর বাইরে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এক মিত্র আর এই দেশটিতে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির রাজনৈতিক ঘাঁটি রয়েছে।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম