জুলাইয়ে নিজেদের এআই মোডে আরও কিছু ফিচার যোগ করেছে গুগল। যার মধ্যে রয়েছে জেমিনাই ২.৫ প্রো মডেলের সাপোর্ট ও ডিপ রিচার্স সুবিধা।
এই প্রথম ইংরেজির বাইরে অন্য ভাষায় এআই মোড চালু করল গুগল

- আপডেট সময় ১১:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো ইংরেজির বাইরে অন্যান্য ভাষায়ও এআই মোড চালু করল মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
মঙ্গলবার থেকে গুগল সার্চে যে এআই চ্যাটবট যোগ হচ্ছে তা এখন থেকে হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান ও ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায়ও ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
গুগল দ্রুতগতিতে নিজেদের সার্চ অভিজ্ঞতার সুবিধা বাড়াচ্ছে। মে মাসে চালু হওয়া নিজেদের নতুন ফিচার প্রথমে যুক্তরাষ্ট্রে এবং পরে তা যুক্তরাজ্য ও ভারতের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয় গুগল। তবে দুই মাস আগেই সীমিত পরিসরে এ মডেলটি নিয়ে পরীক্ষা চালিয়েছিল কোম্পানিটি।
জুলাইয়ে নিজেদের এআই মোডে আরও কিছু ফিচার যোগ করেছে গুগল। যার মধ্যে রয়েছে জেমিনাই ২.৫ প্রো মডেলের সাপোর্ট ও ডিপ রিসার্চ সুবিধা। গত মাস পর্যন্ত কোম্পানিটির এআই মোড একশ ৮০টিরও বেশি দেশে চালু ছিল। তবে এতদিন এ সুবিধা কেবল ইংরেজি ভাষায়তেই পাওয়া যেত।
প্রথমবারের মতো এবারই চ্যাটবটের ভাষার পরিধি ইংরেজির বাইরে আরও ভাষায় বাড়াল গুগল।
এক ব্লগ পোস্টে গুগলের সার্চ প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট হেমা বুদারাজু লিখেছেন, “সত্যিকারের এক বৈশ্বিক সার্চ ইঞ্জিন তৈরি করা কেবল অনুবাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর জন্য স্থানীয় তথ্যের সূক্ষ্ম বোঝাপড়াও প্রয়োজন।
“সার্চে আমাদের কাস্টমাইজড জেমিনাই ২.৫-এর উন্নত মাল্টিমোডাল ও যুক্তিনির্ভর সক্ষমতার মাধ্যমে ভাষা বোঝার ক্ষেত্রে আমরা বিশাল অগ্রগতি অর্জন করেছি। যাতে করে আমাদের সবচেয়ে উন্নত এআই সার্চ প্রযুক্তি প্রতিটি নতুন ভাষায় স্থানীয়ভাবে প্রাসঙ্গিক ও উপকারী হয়ে ওঠে।”
সম্প্রতি গুগল দাবি করেছে, এআই ওভারভিউ চালুর পরও সার্চ থেকে বিভিন্ন ওয়েবসাইটের ভিজিট বা ট্রাফিক ‘তুলনামূলক স্থির’ রয়েছে এবং তাদের ‘ওয়েব এখনও সমৃদ্ধ হচ্ছে’।
তবে গত সপ্তাহে আদালতের এক নথিতে একেবারেই উল্টো কথা বলেছে গুগল। কোম্পনিটির আইনজীবীরা বলেছেন, তাদের ‘ওপেন ওয়েব বা ইন্টারনেটে যেসব ওয়েবসাইট উন্মুক্তভাবে সবার জন্য থাকে তা দ্রুতই কমে যাচ্ছে’।
গুগলের এআই মোডের আরও বেশি উন্নতির ফলে ব্যবহারকারীরা এখন গুগলের এআই থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছেন। তাদেরকে আর ওয়েবসাইটে ঢুকতে হচ্ছে না। ফলে যেসব অনলাইন প্রকাশক নিজেদের কনটেন্টের ওপর নির্ভর করে আয় করেন তারা আরও বেশি সমস্যার মুখে পড়ছেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম