০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম
শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়টি অভিভাবক শূন্য হলে চার মাস ধরে অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন তিনি।
তৌফিক আলমই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ১১:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পেলেন বর্তমান অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গত ১৩ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার মো. মামুন অর রশিদকে অপসারণ করা হয়।
সেইসঙ্গে নতুন কেউ উপাচার্যের দায়িত্বে আসার আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
ট্যাগস
তৌফিক আলমই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পেলেন বর্তমান অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম।