০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
“এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়ত, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর।”

সুনেরাহ-নাঈমের ‘খুব কাছেই কেউ’: গল্প শুরু বিয়ের আগের দিন থেকে

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

একে অপরের কাছে অচেনা দুই দুই তরুণ–তরুণীর কীভাবে নিজেদের পরিপূরক হয়ে ওঠের, সেই গল্প দেখাচ্ছে রোমান্স-ড্রামা ফিকশন ‘খুব কাছেরই কেউ’।

 

একে অপরের কাছে অচেনা দুই দুই তরুণ–তরুণীর কীভাবে নিজেদের পরিপূরক হয়ে ওঠের, সেই গল্প দেখাচ্ছে রোমান্স-ড্রামা ফিকশন ‘খুব কাছেরই কেউ’।

বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে কনটেন্টটি।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে ‘খুব কাছেরই কেউ’ নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল।

 

চিত্রনাট্য নিয়ে রাবা খান জানিয়েছেন, গল্পটি এমন দুই তরুণ–তরুণীর, যাদের বিয়ে হতে চলেছে পারিবারিকভাবে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনী। একসময় তারা বুঝতে পারেন কখনো কখনো সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন।

রাবা খান বলেন, “আমার লেখার ইচ্ছা বেশ পুরনো বা ছোটবেলা থেকেই। আমি বিভিন্ন সমালোচকের বিশ্লেষণ শুনতাম। তারা যখন গল্পকার, চিত্রনাট্যকার বা যিনি সংলাপ লিখেছেন, তাদের প্রশংসা করতেন, খুব ভালো লাগত।

“আমার বিশ্বাস এই গল্পটাও সবার ভালো লাগবে। কারণ গল্পটা আমাদের আসেপাশের, হালকা মেজাজের।”

 

ফিকশনের জন্য প্রথমবার চিত্রনাট্য ও সংলাপ লেখা রাবা খানের আগামীতেও লেখালেখি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে বলে জানিয়েছেন।

‘খুব কাছেরই কেউ’ এর মাধ্যমে ১৩ বছর পর পরিচালনায় ফিরেছেন সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি।

নিধি বলেন, “রোমান্টিক ঘরানার কাজ দিয়েই শুরু করলাম। ‘খুব কাছেরই কেউ’ দুইজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। খুব আনন্দ নিয়ে দর্শক ফিকশনটি সবাই মিলে উপভোগ করতে পারবেন।”

’খুব কাছেরই কেউ’ এ সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন জেরিন চরিত্রে।

 

চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, “গল্পটি আমার খুব কাছের। এর গল্পকার ও নির্মাতা আমার দীর্ঘ দিনের বন্ধু। তবে কাজটা কিন্তু বন্ধুত্বের খাতিরে করিনি। ভালো লেগেছে জন্যই কাজটি করেছি।”

রাকিন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, “গল্পটিতে তরুণ-তরুণীর সংলাপ, তাদের বোঝাপড়া দর্শকদের ভালো লাগবে। যে মুহূর্তগুলো দেখানো হয়েছে, তা আমরা সবাই কম বেশি ফেইস করি। আমরা যেটা দেখাতে চেষ্টা করেছি সেটা সবাই পছন্দ করবেন আশা করি।”

এতে আরো অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আসিকুজ্জামান অনিক।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘খুব কাছেরই কেউ’।

 

আলফা আইয়ের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, “সব রকম কনটেন্টই আমরা করতে চাই। তারই অংশ হিসেবে মুক্তি পেয়েছে ‘খুব কাছেরই কেউ’। দর্শকরা চাইলে আগামীতে এ ধরনের আরও কনটেন্ট করব আমরা।”

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছেন, এই কনটেন্টের মাধ্যমে তারা প্রথমবারের মত দর্শকদের জন্য নিয়ে এসেছে ফ্ল্যাশ ফিকশন।

“ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অব লাইফও বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়ত, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর।”

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

“এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়ত, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর।”

সুনেরাহ-নাঈমের ‘খুব কাছেই কেউ’: গল্প শুরু বিয়ের আগের দিন থেকে

আপডেট সময় ০১:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

একে অপরের কাছে অচেনা দুই দুই তরুণ–তরুণীর কীভাবে নিজেদের পরিপূরক হয়ে ওঠের, সেই গল্প দেখাচ্ছে রোমান্স-ড্রামা ফিকশন ‘খুব কাছেরই কেউ’।

বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে কনটেন্টটি।

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে ‘খুব কাছেরই কেউ’ নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল।

 

চিত্রনাট্য নিয়ে রাবা খান জানিয়েছেন, গল্পটি এমন দুই তরুণ–তরুণীর, যাদের বিয়ে হতে চলেছে পারিবারিকভাবে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনী। একসময় তারা বুঝতে পারেন কখনো কখনো সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন।

রাবা খান বলেন, “আমার লেখার ইচ্ছা বেশ পুরনো বা ছোটবেলা থেকেই। আমি বিভিন্ন সমালোচকের বিশ্লেষণ শুনতাম। তারা যখন গল্পকার, চিত্রনাট্যকার বা যিনি সংলাপ লিখেছেন, তাদের প্রশংসা করতেন, খুব ভালো লাগত।

“আমার বিশ্বাস এই গল্পটাও সবার ভালো লাগবে। কারণ গল্পটা আমাদের আসেপাশের, হালকা মেজাজের।”

 

ফিকশনের জন্য প্রথমবার চিত্রনাট্য ও সংলাপ লেখা রাবা খানের আগামীতেও লেখালেখি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে বলে জানিয়েছেন।

‘খুব কাছেরই কেউ’ এর মাধ্যমে ১৩ বছর পর পরিচালনায় ফিরেছেন সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি।

নিধি বলেন, “রোমান্টিক ঘরানার কাজ দিয়েই শুরু করলাম। ‘খুব কাছেরই কেউ’ দুইজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। খুব আনন্দ নিয়ে দর্শক ফিকশনটি সবাই মিলে উপভোগ করতে পারবেন।”

’খুব কাছেরই কেউ’ এ সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন জেরিন চরিত্রে।

 

চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, “গল্পটি আমার খুব কাছের। এর গল্পকার ও নির্মাতা আমার দীর্ঘ দিনের বন্ধু। তবে কাজটা কিন্তু বন্ধুত্বের খাতিরে করিনি। ভালো লেগেছে জন্যই কাজটি করেছি।”

রাকিন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। তিনি বলেন, “গল্পটিতে তরুণ-তরুণীর সংলাপ, তাদের বোঝাপড়া দর্শকদের ভালো লাগবে। যে মুহূর্তগুলো দেখানো হয়েছে, তা আমরা সবাই কম বেশি ফেইস করি। আমরা যেটা দেখাতে চেষ্টা করেছি সেটা সবাই পছন্দ করবেন আশা করি।”

এতে আরো অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আসিকুজ্জামান অনিক।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘খুব কাছেরই কেউ’।

 

আলফা আইয়ের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, “সব রকম কনটেন্টই আমরা করতে চাই। তারই অংশ হিসেবে মুক্তি পেয়েছে ‘খুব কাছেরই কেউ’। দর্শকরা চাইলে আগামীতে এ ধরনের আরও কনটেন্ট করব আমরা।”

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছেন, এই কনটেন্টের মাধ্যমে তারা প্রথমবারের মত দর্শকদের জন্য নিয়ে এসেছে ফ্ল্যাশ ফিকশন।

“ফ্ল্যাশ ফিকশন মূলত জীবনের কিছু মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। এটাকে স্লাইস অব লাইফও বলা যেতে পারে। এ ধরনের কনটেন্টে জীবনের ছোট ছোট ঘটনা উঠে আসবে হয়ত, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং গভীর।”

 

বিনোদন ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম