দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
ভারতের অনুরোধে পাঠানো হচ্ছে ইলিশ: মৎস্য উপদেষ্টা

- আপডেট সময় ০১:০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে বুঁড়ির বাঁধ এলাকায় ‘জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে সরকার এবার ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ইলিশ রপ্তানির আগে দেশের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কথা জানিয়ে তিনি বলেন, “প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ পাঠাতে হচ্ছে, তবে এবার কম পরিমাণে এবং তুলনামূলক বেশি মূল্য ধরা হয়েছে।”
শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বুঁড়ির বাঁধ এলাকায় ‘জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বুঁড়ির বাঁধা এলাকায় মাছের পোনা অবমুক্ত করেন মৎস্য উপদেষ্টা।

অবৈধ জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ফরিদা আখতার বলেন, “শুধু জেলেদের জন্য নয়; অবৈধ রিং জাল উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
এ সময় মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আবদুর রউফ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়; যার ন্যূনতম দর নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি সাড়ে ১২ ডলার।
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম