০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
স্পিডবোটটি ধনু নদীতে পাঁচহাট চরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে।

নেত্রকোণায় স্পিডবোট ডুবিতে এক শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৩

নেত্রকোণা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

 

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

ঘটনার ২৭ ঘণ্টা পর শনিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান।

নিহত ঊষামণি (৫) উপজেলার আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন- একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) এবং নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন (১৮)।

পুলিশ জানায়, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে একটি স্পিডবোট ভাড়া করে আনা হয়। শুক্রবার দুপুরে পরিবারের ১৫ জন বাড়ির সামনে হাওরে ঘুরতে বের হন। স্পিডবোটটি ধনু নদীতে পাঁচহাট চরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে এবং পাশের একটি জেলে নৌকার উপর আছড়ে পড়ে। ১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হয়।

খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ময়মনসিংহের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ঊষামণির লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এম এ কাদের।

 

 

নেত্রকোণা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

স্পিডবোটটি ধনু নদীতে পাঁচহাট চরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে।

নেত্রকোণায় স্পিডবোট ডুবিতে এক শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৩

আপডেট সময় ০১:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

 

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

ঘটনার ২৭ ঘণ্টা পর শনিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান।

নিহত ঊষামণি (৫) উপজেলার আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন- একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) এবং নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন (১৮)।

পুলিশ জানায়, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে একটি স্পিডবোট ভাড়া করে আনা হয়। শুক্রবার দুপুরে পরিবারের ১৫ জন বাড়ির সামনে হাওরে ঘুরতে বের হন। স্পিডবোটটি ধনু নদীতে পাঁচহাট চরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে এবং পাশের একটি জেলে নৌকার উপর আছড়ে পড়ে। ১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হয়।

খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ময়মনসিংহের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ঊষামণির লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এম এ কাদের।

 

 

নেত্রকোণা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম