এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজন ছাত্রলীগের নেতাকর্মী।
বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল: কারাগারে ১১ জন

- আপডেট সময় ০১:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে

রাজধানীর বাংলামোটরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর বাংলামোটরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার এসব ব্যক্তিদের মধ্যে আটজন ছাত্রলীগের নেতাকর্মী।
শনিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এ তথ্য দেন।
এ মামলায় কারাগারে যাওয়া আসামিরা হলেন- মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি আবির হোসেন প্র. সাদ্দাম মোল্লা (২৭), পিরোজপুর জেলার ছাত্রলীগ কর্মী নাদিম তালুকদার (১৯), ভোলার ছাত্রলীগ নেতা মো. শুক্কুর হাওলাদার (২৫), ঢাকার ছাত্রলীগের কর্মী মো. নাজমুল (১৯), ব্রাক্ষণবাড়িয়ার ছাত্রলীগ নেতা মো. জুয়েল (৩০), টাঙ্গাইলের ছাত্রলীগ কর্মী মো. রানা (১৯), মাদারীপুরের ছাত্রলীগ নেতা শিহাব মুন্সি (২৫), কিশোরগঞ্জের মো. মিজানুর রহমান (৪৫), মো. নাবেদ আহম্মেদ নব (২৪), ময়মনসিংহের সঞ্জিব ইসলাম ও নেত্রকোনার মো.রোমান মিয়া (৩২)।
শেষের তিনজন আওয়ামী লীগের কর্মী বলে আদালতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন।
শুক্রবার রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেন ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী।
বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে তারা মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান।
এসময় ছয়জনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, মিছিলকারীরা বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করতেছিলেন। পরে সোয়া ৩টায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করেন। কয়েকজনকে সেখান থেকে আটক করা হয়।
এ ঘটনায় শুক্রবার রমনা মডেল থানায় সন্ত্রাসী বিরোধ আইনে মামলা করে পুলিশ।