০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ব্র‍াডলি বারকোলার দুটি গোলেই অবদান রেখেছেন ভিতিনিয়া।

বারকোলার জোড়া গোলে জয়রথেই পিএসজি

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ০১:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

জোড়া গোল করে পিএসজির নায়ক বারকোলা। ছবি: রয়টার্স

 

চোটের জন‍্য নেই উসমান দেম্বেলে, দিজিরে দুয়ের অনুপস্থিতির পরও জয় নিয়ে খুব একটা ভাবতে হলো না পিএসজির। দুই অর্ধের দুই গোলে দলকে জয়রথেই রাখলেন ব্রাডলি বারকোলা।

ঘরের মাঠে রোববার লিগ আঁর ম‍্যাচে লঁসকে ২-০ গোল হারিয়েছে পিএসজি। দুটি গোলেই অবদান রেখেছেন ভিতিনিয়া।

এবারের লিগ আঁয় শতভাগ জয় পাওয়া একমাত্র দল পিএসজিই আছে শীর্ষে। ৪ ম‍্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ১২। ১০ পয়েন্ট নিয়ে পরের স্থানটিতে আছে লিল। ৬ পয়েন্ট নিয়ে সাতে লঁস।

দুই দল সমানে-সমান লড়াই করছিল। কিন্তু পঞ্চদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে পিএসজিকে এগিয়ে নেন বারকোলা।

লুইস এনরিকের দলের দুর্ভাবনা বাড়িয়ে প্রথমার্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন খাভিচা কাভারাৎস্খেলিয়া।

প্রথমার্ধের শেষ দিকে দারুণ কিছু সুযোগ তৈরি করে লঁস। তবে সেগুলো ঠেকিয়ে দিয়ে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১তম মিনিটে ফের জালের দেখা পান বরকোলা। মাঝমাঠে বল পেয়ে নিচু গতিময় শটে ফের ঠিকানা খুঁজে নেন তিনি।

ম‍্যাচের শেষ দিকে গোলের জন‍্য মরিয়া হয়ে উঠে দুই দলই। সুযোগও তৈরি করে কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি।

আগামী বুধবার চ‍্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে পিএসজি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তাদের প্রথম প্রতিপক্ষ আতালান্তা।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

ব্র‍াডলি বারকোলার দুটি গোলেই অবদান রেখেছেন ভিতিনিয়া।

বারকোলার জোড়া গোলে জয়রথেই পিএসজি

আপডেট সময় ০১:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

 

চোটের জন‍্য নেই উসমান দেম্বেলে, দিজিরে দুয়ের অনুপস্থিতির পরও জয় নিয়ে খুব একটা ভাবতে হলো না পিএসজির। দুই অর্ধের দুই গোলে দলকে জয়রথেই রাখলেন ব্রাডলি বারকোলা।

ঘরের মাঠে রোববার লিগ আঁর ম‍্যাচে লঁসকে ২-০ গোল হারিয়েছে পিএসজি। দুটি গোলেই অবদান রেখেছেন ভিতিনিয়া।

এবারের লিগ আঁয় শতভাগ জয় পাওয়া একমাত্র দল পিএসজিই আছে শীর্ষে। ৪ ম‍্যাচে শিরোপাধারীদের পয়েন্ট ১২। ১০ পয়েন্ট নিয়ে পরের স্থানটিতে আছে লিল। ৬ পয়েন্ট নিয়ে সাতে লঁস।

দুই দল সমানে-সমান লড়াই করছিল। কিন্তু পঞ্চদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে পিএসজিকে এগিয়ে নেন বারকোলা।

লুইস এনরিকের দলের দুর্ভাবনা বাড়িয়ে প্রথমার্ধে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন খাভিচা কাভারাৎস্খেলিয়া।

প্রথমার্ধের শেষ দিকে দারুণ কিছু সুযোগ তৈরি করে লঁস। তবে সেগুলো ঠেকিয়ে দিয়ে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১তম মিনিটে ফের জালের দেখা পান বরকোলা। মাঝমাঠে বল পেয়ে নিচু গতিময় শটে ফের ঠিকানা খুঁজে নেন তিনি।

ম‍্যাচের শেষ দিকে গোলের জন‍্য মরিয়া হয়ে উঠে দুই দলই। সুযোগও তৈরি করে কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি।

আগামী বুধবার চ‍্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে পিএসজি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তাদের প্রথম প্রতিপক্ষ আতালান্তা।

 

 

স্পোর্টস ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম