“শুধু আমরা না, তদন্ত চলছে এমন ২২ দলকেই ডাকা হয়েছে। এটা এক ধরনের সাক্ষাৎকার বলা যায়,” বলেন একটি দলের প্রতিনিধি।
নিবন্ধন: নতুন দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে ইসি

- আপডেট সময় ০১:২৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
মাঠ পর্যায়ে পাওয়া তথ্য আরও যাচাইয়ে নিবন্ধনে আগ্রহী নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের ডেকে খোঁজ খবর নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ের বাছাই সংক্রান্ত কমিটি।
রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ কথা বলেছেন ডজন খানেক দলের প্রতিনিধিদের সঙ্গে। সোমবারও কিছু দলের প্রতিনিধিদের আসার কথা রয়েছে।
নিবন্ধন পেতে আগ্রহী ২২টি দলের বিষয়ে সরেজমিন তদন্ত করছে এ সংক্রান্ত বাছাই কমিটি। যাচাই বাছাই শেষে কমিটি এ বিষয়ে প্রতিবেদন দেবে। পরে তা নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদনের পর নিবন্ধনযোগ্য দলের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি।
রোববার আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান ইসির অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বলেন, “আমরা কতগুলো জেলা, উপজেলা কমিটি জমা দিয়েছি তা মিলিয়ে নিচ্ছে; ইসিতে মাঠের তথ্য এসেছে। আমরা যে তথ্য দিয়েছিলাম, এ দুটো ক্রস চেক করছে।”
নতুন কোনো তথ্য জানতে চায়নি কমিটি। তবে আরেকটা আবেদনও চাওয়া হয়েছে, যোগ করেন তিনি।
এসময় দলের সভাপতি মিয়া মশিউজ্জামানসহ অন্য নেতারা ছিলেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) দলের সদস্য সীমা দত্ত বলেন, “আমাদেরকে ডাকা হয়েছিল, অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছি। শুধু আমরা না, তদন্ত চলছে এমন ২২ দলকেই ডাকা হয়েছে। এটা এক ধরনের সাক্ষাৎকার বলা যায়। আমাদের কমিটির কেন্দ্রীয় অফিস ও জেলা অফিস কতটি পাওয়া গেছে সেগুলোর সঠিকতার বিষয়ে জানানো হয়েছে।”
তিনি বলেন, এখন নিবন্ধন দেওয়া হোক- এমন একটা আবেদন দিতে বলেছেন অতিরিক্ত সচিব।
ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, ২২টি দলের তথ্য যাচাইয়ের জন্য মাঠপর্যায়ে পাঠানো হয়েছিল। সবগুলোর তদন্ত প্রতিবেদন কাছে এসেছে। পরে যাতে দলগুলো দোষারোপ করতে না পারে সেজন্য আবার ডেকে তাদের কথা শোনা হচ্ছে। সবদলকেই ডাকা হয়েছে।
তিনি বলেন, “আজকে যারা এসেছিলেন তাদের কোনো ঘাটতি থাকলে তা দেখানো হয়েছে, পাশাপাশি তা আগামীকালকের (সোমবার) মধ্যে পূরণ করে জমা দিতে বলা হয়েছে।”
এদিন আরও এসেছিল নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি), বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জাতীয় জনতা পার্টি (ওসমানী), মৌলিক বাংলা, জনতার দল, বাংলাদেশ বেকার সমাজ, জাসদ (শাহজাহান সিরাজ), ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশের কমিনিস্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম